নিজের প্রায় অর্ধেক গাড়ি বিক্রি করে দিয়েছেন কোহলি, কিন্তু কেন? জানালেন স্বয়ং বিরাট নিজেই

এদিন এক ইউটিউব চ‍্যানালে বিরাট এই নিয়ে বলেন,"আমার বেশির ভাগ গাড়িই ঝোঁকের বশে কেনা। খুব কমই সেই গাড়িগুলো চালিয়েছি বা চেপে কোথাও গিয়েছি।

ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির পর আর যদি কারও গাড়ির নেশা থাকে তাহলে তিনি হলেন বিরাট কোহলি। একথা সকলেরই জানা। বিরাটের গ‍্যারেজে জায়গা করে নিয়েছে একসে এক দামি গাড়ি। কিন্তু সেই বিরাটই নাকি বিক্রি করে দিয়েছেন তাঁর সখের অর্ধেক গাড়ি। আর এমনটা নিজেই জানিয়েছেন কোহলি।

 

 

এদিন এক ইউটিউব চ‍্যানালে বিরাট এই নিয়ে বলেন,”আমার বেশির ভাগ গাড়িই ঝোঁকের বশে কেনা। খুব কমই সেই গাড়িগুলো চালিয়েছি বা চেপে কোথাও গিয়েছি। একটা সময়ের পরে মনে হয়েছিল, এভাবে গাড়ি কিনতে থাকার কোনও মানে নেই। তাই বেশির ভাগ গাড়িই বিক্রি করে দিয়েছি। এখন সেগুলোই রয়েছে, যেগুলো আমাদের দরকার।”

কোহলি কথায় তিনি এখন অনেক পরিণত। ঝোঁকের বশে কোন সিদ্ধান্ত তিনি নেননা বলে জানিয়েছেন। এই নিয়ে কোহলি বলেন,”বয়স বাড়তে থাকলে মানুষ চারপাশের জিনিস সম্পর্কে আরও ভাল ভাবে জানতে এবং বুঝতে পারে। একই সঙ্গে সে পরিণত হয়। একটা বয়সের পর আর খেলনা ভাল লাগে না। তখন যেটা প্রয়োজন, মানুষ ঠিক সেটাই খোঁজে।”

আরও পড়ুন:একদিনের বিশ্বকাপের ফাইনাল হতে পারে এই স্টেডিয়ামে, ভারত-পাকিস্তান ম‍্যাচ নিয়ে এল বড় আপডেট : রিপোর্ট 


 

 

Previous articleদেশের প্রধানমন্ত্রীর কি শিক্ষিত হওয়া উচিত? প্রশ্ন তুলে পোস্টার দিল্লিতে
Next articleসুপ্রিম কোর্টের বিচারপতি বলে কি যা ইচ্ছা করা যায় ?ক্ষুব্ধ হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়