Saturday, January 31, 2026

ভাঙা পায়েই নেত্রীর ধর্না মঞ্চে কুণাল, উঠে এসে উৎসাহ দিলেন মমতা

Date:

Share post:

এর আগে ভাঙা পা নিয়েই দলের কাজে হলদিয়ায় যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। পায়ে অস্ত্রোপচারের পরেও কালীঘাটের তৃণমূলের বৈঠকে যোগ দেন তিনি। বৃহস্পতিবার সকালে হুইল চেয়ারেই রেড রোডের ধর্না মঞ্চে হাজির হলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁকে দেখতে পেয়ে উঠে এসে উৎসাহ দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।

উঠে এসে কুণালের স্বাস্থ্যের খবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিরাও এসে কথা বলেন তৃণমূল মুখপাত্রর সঙ্গে। সকলেই কুণালকে মঞ্চে উঠে বসার জন্য বলেন। কিন্তু ভাঙা পা নিয়ে দীর্ঘক্ষণ একভাবে বসে থাকা নিয়ে চিকিৎসকদের কিছু বিধি নিষেধ রয়েছে। ফলে মঞ্চে গিয়ে বসতে না পারলেও হুইলচেয়ারে বসেই নেত্রীর এই লড়াইয়ে নিজেকে মিশিয়ে দেন। মূল মঞ্চের বাঁ দিকের টেন্টে উপস্থিত দলের কর্মী – সমর্থকরাও কুণালকে দেখে শুভেচ্ছা জানান। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। “আবার মাঠে নামতে হবে”।

বুধবার থেকে ধর্না শুরু করলেও ভিড়ের কারণে প্রথমদিন যেতে পারেননি কুণাল। একই কারণে উপস্থিত হতে পারেননি শহিদ মিনারে ছাত্র-যুব সমাবেশেও, যেখানে মূল বক্তা ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এদিন হুইল চেয়ারে করে হলেও নেত্রীর ধর্না মঞ্চে কিছুক্ষণের জন্য হলেও যেতে পেরে কুণাল নিজেও যথেষ্টই উৎসাহিত। ফুটবল পাগল কুণালের খেলতে গিয়েই পা ভাঙে কিছুদিন আগে। অস্ত্রোপচারের পর ডাক্তারের নির্দেশে এখন চলাফেরায় বিধিনিষেধ রয়েছে। তবে দলের কাজ চালিয়ে যাচ্ছেন পুরোদমে। এদিনও তাই ভাঙা পা নিয়েই ছুঁয়ে গেলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চ।

 

 

 

spot_img

Related articles

বিভ্রান্ত জারি পিসিবির, টি২০ বিশ্বকাপের আগে নয়া জটিলতায় আইসিসি

টি২০ বিশ্বকাপ ( ICC T20 World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন কিন্ত তার আগে জটিলতা কিছুতেই কাটছে...

IG পদে উন্নতির জন্য ফতোয়া: ২০১১ পরবর্তী ক্যাডারদের জন্য নতুন নিয়ম

কেন্দ্রে আইজি বা সমতুল পদে নিয়োগের ক্ষেত্রে আইপিএস আধিকারিকদের (IPS Officer) জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নতুন...

ফাইনালে ধরাশায়ী সাবালেঙ্কা, বদলার সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতলেন রায়বাকিনা

বিশ্বকে চমকে দিলেন রায়বাকিনা৷ বিশ্বের এক নম্বরকে তিন সেটের লড়াইতে হারিয়ে দিয়ে জিতে নিলেন কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন(Australian...

মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ সুনেত্রা পাওয়ারের

মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। শনিবার রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার (Sunetra...