Sunday, May 11, 2025

ধর্ম যার যার উৎসব সবার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বরাবরই এই বার্তা দিয়ে এসেছেন। বাংলার বুকে যাতে ধর্মীয় মেরুকরণ না হয় সেই কথাই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রামনবমীর সকালে বীরভূমে (Birbhum) সেই বার্তার প্রতিফলন দেখা গেল। একসঙ্গে মিছিলে হাঁটলেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির (TMC And BJP) কর্মী সমর্থকেরা। অনন্য সম্প্রীতির সাক্ষী হল লাল মাটি।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের ধর্না মঞ্চ থেকে জানিয়েছিলেন রামনবমীর মিছিলে যাতে কোন অশান্তি না হয় সেই দিকে পুলিশকে লক্ষ্য রাখতে হবে। বীরভূম জেলার দুবরাজপুরে (Dubrajpur) রামসীতা মন্দির থেকে শোভাযাত্রায় একসঙ্গে হাঁটলেন দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পাণ্ডে (Pujush Pandey) এবং দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা (Anup Saha)। কিছুটা অবাক বীরভূমবাসী। রাজনীতির মঞ্চে যুযুধান দুই পক্ষকে এভাবে একসাথে এক পথে হাঁটতে দেখে থমকে গেলেন এলাকার মানুষ। শোভাযাত্রা পাহাড়েশ্বর, পোদ্দারবাঁধ হয়ে রঞ্জনবাজারে শেষ হয়।

এই প্রসঙ্গে তৃণমূলের পীযুষ পাণ্ডে জানান এটা কোনও রাজনৈতিক দলের কর্মসূচি নয়। হিন্দু ধর্মের অবতার রামচন্দ্রের জন্মদিন। বহু বছর ধরে পালিত হয়ে আসছে। এখানে কোন রাজনীতির জায়গা নেই। একই সুর শোনা গেল পদ্ম শিবিরের নেতার গলায়।বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, পুরুষোত্তম রামচন্দ্রের বর্ণাঢ্য শোভাযাত্রায় সকলে আসেন। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের উদ্যোগেই দুবরাজপুরে এই রামনবমীর শোভাযাত্রা বের হয়।

 

Related articles

সংঘর্ষ বিরতি লঙ্ঘন: মেঘের আড়ালে চিন! দাদাগিরি জারি আমেরিকার

শনিবার বিকালে আচমকাই সংঘর্ষ বিরতি। তাও সেটা ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনঘণ্টার মধ্যে সেই চুক্তি ভেঙেও...

জীবনের প্রতিমুহূর্ত মায়ের জন্য উৎসর্গীকৃত, সোশ্যাল মিডিয়ায় মাদার্স ডে-র শুভেচ্ছা অভিষেকের

আজ মাতৃ দিবস (Mother's Day)। সোশ্যাল মিডিয়ায় স্মৃতিতে স্মরণে মায়ের সঙ্গে কাটানো নানা মুহূর্ত পোস্ট করতে ব্যস্ত সাধারণ...

তাপপ্রবাহের মাঝেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস!

রবিবাসরীয় সকালে বাজার-দোকান করতে গিয়ে ঘর্মাক্ত বাঙালি। ছুটির দিনে তাপপ্রবাহের জেরে বাড়ছে অস্বস্তি। এর মাঝেই দক্ষিণবঙ্গের (South Bengal...

জেলায় জেলায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ দুপুরে বৈঠকে মুখ্যসচিব: সূত্র

সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি (Ceasefire) কার্যকরী হলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এবার বাংলার জেলায় জেলায় নিরাপত্তা...
Exit mobile version