Sunday, November 9, 2025

এপ্রিলের শেষে রাজ্যে জারি হতে পারে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি !

Date:

ভোটের দামামা বাজতে আর মাসখানেকও বাকি নেই। ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে প্রায় সব রাজনৈতিক দলই। বাংলা নববর্ষ (Bengali New year) শুরুর সপ্তাহখানেকের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) ঘোষণা হতে পারে বলেই মনে করা হচ্ছে। নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি হওয়ার পর ২৩ দিন থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। সেক্ষেত্রে মে মাসের শুরুতেই পঞ্চায়েতের ভোট পর্ব চলতে পারি বলে অনুমান করা হচ্ছে।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাতে কোন রকমের গন্ডগোল না হয় সেই দিকে করা দৃষ্টি দিয়েছে রাজ্যের শাসক দল। ভোট যাতে স্বচ্ছ ও সুষ্ঠু ভাবেই হয় তার জন্য রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিতে চলেছে। উল্লেখ্য ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে জেলা পরিষদে ২০৪টি, পঞ্চায়েত সমিতিতে ৩০৯৮ এবং গ্রাম পঞ্চায়েতে ১৬ হাজার ৮৬১ টি আসনে তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছিলেন। এর জেরে অনেকে নির্বাচন প্রক্রিয়ার দিকে আঙুল তুলেছিলেন। ঠিক সেই কারণে আসন্ন পঞ্চায়েত ভোটে যাতে সব রাজনৈতিক দলই যাতে মনোনয়নপত্র জমা দিতে পারে কমিশন সেদিকে করা নজর রাখবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। পঞ্চায়েত ভোটের জন্য তিন রঙের ব্যালট পেপারের ই-টেন্ডারও ডাকা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের জন্য সাদা পঞ্চায়েত সমিতির জন্য গোলাপী এবং জেলা পরিষদের জন্য হলুদ রঙের পেপার রাখা হবে বলে খবর।

 

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version