Saturday, August 23, 2025

আগামিকাল আইপিএলের প্রথম ম‍্যাচে নামছে গুজরাত-চেন্নাই, তার আগে দু’দলের শক্তি

Date:

আগামিকাল আহমেদাবাদে আইপিএলের প্রথম ম‍্যাচে নামছে গুজরাত টাইটান্স। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। মোতেরায় কাল আইপিএলের উদ্বোধনী ম্যাচে এমন দু’জন টস করতে নামবেন, যাঁদের মধ্যে ঠিক দাদা-ভাইয়ের সম্পর্ক। রাঁচিতে একবার ধোনির জন্মদিনে দাদা ক্রুণালকে নিয়ে চার্টার্ড ফ্লাইটে হাজির হয়ে এমএসডিকে চমকে দিয়েছিলেন হার্দিক। ধোনির হেলিকপ্টার শটও রপ্ত করেছেন গুজরাত টাইটান্স অধিনায়ক। খুব অল্প ক’দিন ভারতীয় দলে দু’জনে একসঙ্গে খেলার সুযোগ পেয়েছিলেন। তখন হেলিকপ্টার শট মেরে ধোনিকেই হার্দিক জিজ্ঞেস করতেন ঠিক হল কিনা। গুজরাত টাইটান্স একবার খেলে তাতেই চ্যাম্পিয়ন। গতবার চেন্নাই সুপার কিংস আইপিএল জিতেছে চারবার। যদি পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার কথা হয়, তাহলে হার্দিকরা এগিয়ে আছেন ২-০-তে।

গতবার আইপিএলের দুটি ম্যাচেই গুজরাত হারিয়েছিল সিএসকেকে। ২০২২-এর ১৭ এপ্রিল প্রথম ম্যাচে হার্দিকরা ১ বল বাকি থাকতে জেতেন ৩ উইকেটে। পরে ১৫ মে ৫ বল বাকি রেখে গুজরাত জেতে ৭ উইকেটে। গত আইপিএলে হার্দিকের দলের হয়ে সবথেকে বেশি রান করেছিলেন অধিনায়ক স্বয়ং। হার্দিকের ৪৮৭ রানের পাশে শুভমন গিল ৪৮৩ ও ডেভিড মিলার ৪৮১ রান করেছিলেন। বোলিংয়ে শামি ২০টি ও রশিদ খান ১৯টি উইকেট নিয়েছিলেন।

উল্টোদিকে সিএসকের সর্বোচ্চ রান ছিল ঋতুরাজ গায়কোয়াডের ৩৬৮। এ ছাড়া শিবম দুবের ২৮৯। তাদের বোলিংয়ে ১৬টি উইকেট নিয়েছিলেন অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। এবার দুটি দলই তাদের প্রধান খেলোয়াড়দের ধরে রেখেছে। তবু যদি নিলামে কারও পিছনে রাহা খরচের প্রশ্ন ওঠে, তাহলে সিএসকে টেক্কা দেবে গুজরাত টাইটান্সকে। তারা বেন স্টোকসকে কিনেছে ১৬.২৫ কোটিতে। আর গুজরাত টাইটান্স? তারা সবথেকে বেশি দামে কিনেছে কেন উইলিয়ামসকে। কিন্তু স্টোকসের পাশে তাঁর দাম ছিল ২ কোটি। অর্থাৎ বেস প্রাইসেই।

আরও পড়ুন:দিল্লি দলের নতুন দায়িত্ব পেয়ে কী বললেন অক্ষর?

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version