হুগলির তারকেশ্বরে পুজো দিয়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। বনগাঁর গাইঘাটা থেকে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় দিল্লি (Delhi) রোডের উপর বিঘাটি মোড়ের কাছে ম্যাটাডোর উল্টে যায়। দুর্ঘটনা দুজনের মৃত্যু হয়। আহত হন পাঁচ শিশু-সহ আহত ৩০। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে চন্দননগর (Chandannagar) মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সময় বিভিন্ন গাড়িতে করে প্রচুর ভক্ত তারকেশ্বরে পুজো দিতে যান। সূত্রের খবর, ম্যাটাডোরের ডালা খুলে অনেকে যাতায়াত করেন। বারংবার পুলিশ সতর্ক করলেও চালকেরা কোনও গুরুত্ব দেন না বলে অভিযোগ। ব্যবসায়ী অপু সিং ডালা খোলা গাড়িগুলি দাঁড় করিয়ে সবাইকে ঠিক ভাবে যাওয়ার জন্য অনুরোধ করেন। ডালা খোলা নয়, বন্ধ করে দেওয়ার কথা বললে গাড়ি গুলি তারকেশ্বরের দিকে যাত্রা করে। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয় না। এদিনও সেই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
