Wednesday, August 27, 2025

কুখ্যাত ড্রাগ মাফিয়া পাবলো এসকোবারের (Pablo Escobar) সাধের জলহস্তীদের (Hippos) জ্বালায় রীতিমতো অতিষ্ঠ কলম্বিয়া সরকার (Columbia Government)। আর সেই জলহস্তীদের হাত থেকে মুক্তি পেতে তাদের এবার ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশ। জানা গিয়েছে, খুব শীঘ্রই ভারতের বাসিন্দা হতে চলেছে এসকোবারের সাধের পোষ্যরা। কলম্বিয়া সরকার সূত্রে জানা গিয়েছে, মোট ৭০টি জলহস্তীকে ভারত (India) ও মেক্সিকোয় (Mexico) পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কলম্বিয়ার শীর্ষ নেতৃত্বের কথায়, প্রাথমিকভাবে ৬০টি জলহস্তীকে ভারতে পাঠানো হবে।

অন্যদিকে বাকি ১০টি জলহস্তী পাঠানো হবে মেক্সিকোতে। উল্লেখ্য, ১৯৯৩ সালে পাবলো এসকোবারের গোপন ডেরায় মার্কিন ফৌজকে সঙ্গে নিয়ে অভিযান চালায় কলম্বিয়ার বিশেষ বাহিনী। আর যার জেরেই এনকাউন্টারে মৃত্যু হয় ড্রাগ মাফিয়ার। এদিকে এসকোবারের আচমকা মৃত্যুর পরই ভেঙে দেওয়া হয় তাঁর ব্যক্তিগত চিড়িয়াখানা। আর তারপরই সমস্ত প্রাণীকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।

তবে, সমস্ত প্রাণীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হলেও বাদ পড়ে যায় চারটি জলহস্তী। জানা যায়, ওই সময় এসকোবারের চিড়িয়াখানার পাশে ম্যাগডেলেনা নদীর অববাহিকায় আশ্রয় নিয়েছিল জলহস্তীগুলি। সূত্রের খবর, বর্তমানে ওই এলাকায় জলহস্তীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫। প্রাণীগুলির জ্বালায় অতিষ্ঠ এলাকাবাসীরা। প্রায়ই জলহস্তীর আক্রমণে আহত হচ্ছে ওই এলাকার শিশু ও গবাদি পশু।

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version