অরিজিৎ-এর গানে জমকালো উদ্বোধন আইপিএল-এ, মঞ্চে ঝড় তুললেন রেশ্মিকা-তামান্না

গত চার বছর আইপিএল ছিল ঠিকই, কিন্তু ধামাকা ছিল না। করোনার কারণে ছিল না সেই জৌলুস এবং চাকচিক্য।

স্বমহিমায় ফিরল আইপিএল। ৫০ মিনিটের ধামাকাদার অনুষ্ঠানে ফিরল আইপিএল-এর উদ্বোধনী। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ মাতান অরিজিৎ সিং। প্রথমে পিয়ানো বাজিয়ে গান গাইলেন। তু মেরি মঞ্জিল হ্যায়, হ্যায় ওয়াতন, বন্দে মাতরম। এরপর হাতে গিটার নিয়ে একের পর এক হিট গ‍ান। তালিকায় ছিল কেসারিয়া তেরা, চান্না মেরে আ, কাবিরা, রাবতা, ইলাহী,।  শেষে হুডখোলা গাড়িতে গোটা স্টেডিয়াম প্রদর্শন করেন অরিজিৎ।

এরপর মঞ্চ মাতান তামান্না ভাটিয়া এবং রেশ্মিকা মান্ধানা। বালাম সামি, তেরি ঝলক শারফি, নাটু নাটুতে কোমর দোলালেন রেশ্মিকা। গুজরাতি, বলিউড গানে কোমর দোলালেন তামান্না। শেষে মঞ্চে ডেকে নেওয়া হয় বোর্ড সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, এবং কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমালকে। এরপর হুডখোলা গাড়িতে মাঠে প্রবেশ করেন দুই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং হার্দিক পান্ডিয়া।

 

গত চার বছর আইপিএল ছিল ঠিকই, কিন্তু ধামাকা ছিল না। করোনার কারণে ছিল না সেই জৌলুস এবং চাকচিক্য।

আরও পড়ুন:দলে নেই বুমরাহ, পরিবর্ত ক্রিকেটার ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স

 

Previous articleপ্রকৃত দোষীদের আড়াল করতেই NIA, শুভেন্দুর মামলার পাল্টা তোপ অভিষেকের
Next articleযাদবপুর বিশ্ববিদ্যালয় ও মার্লিন গ্রূপের উদ্যোগে ‘পাখি- ঘর’ কর্মসূচি