Wednesday, January 28, 2026

শুভেন্দু যৌথ মঞ্চে উঠতেই মাঠ ফাঁকা, শহিদ মিনারের ভিডিও পোস্ট করে দাবি কুণালের

Date:

Share post:

বকেয়া মহার্ঘ ভাতা ও শূন্যপদে নিয়োগের দাবিতে কলকাতার শহিদ মিনার চত্বরে ধর্ণা-আন্দোলন চলছে একশ্রেণীর সরকারি কর্মীদের। এই কর্মীদের একটি বড় অংশই বাম-জমানায় চিরকুটে চাকরি পাওয়া। যাইহোক, গতকাল, বৃহস্পতিবার অরাজনৈতিক সমাবেশের ডাক দিয়েছিল সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। সেইমতো বিভিন্ন জেলা থেকে লোকজড়োর চেষ্টা করা হয়। কিছু লোকজন হয়েছিল বটে, তবে তাঁদের মধ্যে কতজন সরকারী কর্মী আছেন, তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে।

আরও পড়ুন:‘আমি আত্মসমর্পণ করব না’: ভিডিও বার্তায় জানালেন অমৃতপাল

আসলে অরাজনৈতিক দাবি করা হলেও এই মঞ্চে উপস্থাপিত হয়েছে বাম-রাম-শ্যামের রামধনু সভা। শহিদ মিনারের মাঠে মঞ্চ গড়ে যৌথমঞ্চের যে সভা হল, তাতে রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে সিপিএমের মহম্মদ সেলিম, বিকাশ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী ভাষণ দিলেন। ছিলেন কংগ্রেসের দু’একজন চুনোপুঁটিও। তবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টাও চলেছে। যেমন মঞ্চে যখন বাম-কংগ্রেস, তখন মঞ্চের নীচে বিজেপি। আবার বাম-কংগ্রেস নেতারা নেমে যেতেই মঞ্চে উঠলেন সেলিম-সুজনরা। সবমিলিয়ে শহিদ মিনারে চৈত্রের গাজন।

 

এই আবর্তে আবার একটি ভিডিও প্রকাশ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেন, শুভেন্দুর ভাষণে আগ্রহ ছিল না সরকারী কর্মচারীদের। তৃণমূল মুখপাত্রের প্রকাশ করা ভিডিওতে স্পষ্ট, শুভেন্দু বক্তব্য শুরু করতেই শহিদ মিনারের জমায়েত ফাঁকা হওয়া শুরু হয়। বিরোধী দলনেতাকে নিয়ে কারও কোনও আগ্রহ ছিল না, সেটা তাঁদের চোখে মুখেই ধরা পড়ছিল। এরপরই কুণাল শুভেন্দুকে খোঁচা দিয়ে বলেন, এটা স্পষ্ট, কেউ পাত্তা দেয় না শুভেন্দুকে। তাঁর কুৎসা-অপপ্রচার থেকেও মানুষ দূরে থাকতে চায়। শুভেন্দুকে নিয়ে মানুষ বিরক্ত।

 

 

spot_img

Related articles

২০ লক্ষ উপভোক্তাকে ‘বাংলার বাড়ি’-র টাকা, সিঙ্গুর থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের গ্রামীণ আবাসন প্রকল্পে বড়সড় পদক্ষেপ করল নবান্ন। বুধবার সিঙ্গুরের সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

অভিষেকের কথাই সত্যি প্রমাণিত: এবার বিজেপি সভাপতির মুখেই ‘জয় বাংলা’

নরেন্দ্র মোদি বলেছিলেন বাংলায় সরকার পাল্টানো দরকার। পাল্টা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন পাল্টানো দরকার...

SIR: দিনে লক্ষ্যমাত্রা ৭-৮ লক্ষ! দ্রুত শুনানির নির্দেশ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে এবার তৎপরতা বাড়াল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য...

আনন্দপুর অগ্নিকাণ্ড: মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, ধৃত গোডাউন মালিক

আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশের পাশাপাশি বড়সড় আর্থিক সাহায্য ও কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...