Tuesday, August 26, 2025

সপ্তাহশেষে (Weekend) ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী শহর কলকাতা (Kolkata)। শনিবার বিকেলে মেয়ো রোডের (Mayo Road) কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস (Mini Bus) উল্টে বাধে বিপত্তি। এদিন মেটিয়াবুরুজ হাওড়া (Metiabruz-Howrah) রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ভিতর থাকা যাত্রীরা বাসের নীচে আটকে পড়েন বলে খবর। তাঁদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। জানলা ভেঙে আটকে পড়া যাত্রীদের বাসের বাইরে বের করে আনা হয়। জানা গিয়েছে, বাসের মোট ১৬ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক (Critical)। সবাইকেই এসএসকেএম হাসপাতালের (SSKM) ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়েছে।

তবে মিনিবাসটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। গোটা ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ মেয়ো রোডে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকেলে হাওড়া থেকে মেটিয়াবুরুজের দিকে যাচ্ছিল ওই মিনিবাসটি। কিন্তু মেয়ো রোডের কাছে একটি বাইককে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যায়। বাসটি এমন ভাবে উল্টে যায় যে, যাত্রীদের বার করা সম্ভব হচ্ছিল না। পরে পুলিশ এবং পথচলতি মানুষ এসে বাসের সামনে এবং পিছনের কাচ ভেঙে যাত্রীদের বের করে। তবে বাসযাত্রীদের পাশাপাশি আহত হয়েছেন ওই বাইক আরোহীও (Bike Rider)। তাঁর বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য মেয়ো রোডের একটি অংশে যানচলাচল বন্ধ করে দেয় পুলিশ। উল্টে যাওয়া বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে নিয়ে আসা হয় ক্রেন। তবে বাসের চালক ও কন্ডাক্টরকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ (Interrogation) শুরু করছে পুলিশ।

 

 

 

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version