একদিন বা দুদিনের কথা নয় বরং দুমাস ধরে সেই একই ঘটনা ঘটে চলেছে । প্রায় ১০ টি বিমান লিজের বকেয়া আটকে রেখেছে বলে অভিযোগ উঠল ‘গো ফার্স্ট ‘ (Go First) সংস্থার বিরুদ্ধে। ওয়াকিবহাল মহল বলছে এই নিয়ে ইতিমধ্যেই ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনে (DGCA) অভিযোগ জানিয়েছে লিজ প্রদানকারীরা। একাধিক বার সময়সীমা বাড়ানোর কথা বলেও অর্থ প্রদান করার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না সংস্থার তরফে, বলেই জানিয়েছেন এক লিজ প্রদানকারী।

প্রায় ৭০০ কোটি টাকা বকেয়া, হিসেবের পরিসংখ্যান বলছে এরসঙ্গে ১০ টি বিমানের নাম জড়িয়ে আছে। AerCap হোল্ডিংস, Celestial Aviation, এবং BOC Aviation-এর এই ১০টি Airbus A320 নিও বিমানের জন্য ‘গো ফার্স্ট ‘ সংস্থার (Go First) লিজের টাকা বকেয়া আছে। এবার কড়া পদক্ষেপ করার জন্য এই বিষয়ে ডিজিসিএকে চিঠি দিয়েছে এই তিন সংস্থা। লিজ প্রদানকারীরা জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে বকেয়া না মেটালে এবার বিমানগুলির রেজিস্ট্রেশন বাতিলের জন্য আবেদন করা হবে।
