Monday, August 25, 2025

রামনবমীকে কেন্দ্র করে উ.ত্তপ্ত বিহারও! নিরাপত্তার কারণে ‘শাহি সফর’ বাতিল বিজেপির

Date:

হাওড়া শিবপুর কাণ্ডের (Howrah Shibpur Case) ছায়া বিহারেও (Bihar)। রামনবমীকে (Ram Navami) ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বিহারের নালন্দা (Nalanda), সাসারাম (Sasaram) সহ একাধিক জায়গা। আর নতুন করে অশান্তি যাতে তৈরি না হয় সেকারণে ইতিমধ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা। আর এই আবহে নির্ধারিত বিহার সফর বাতিল করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। জানা গিয়েছে, সম্রাট অশোকের জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে সাসারামে যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু সেই সফর আপাতত বাতিল হয়ে গেল। অমিত শাহের সফর বাতিলের কথা জানিয়েছেন খোদ বিহার বিজেপির প্রধান সম্রাট চৌধুরি। ইতিমধ্যে ঘটনায় ১৪ জনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সন্ধায় বিহারের সাসারাম এবং নালন্দার বিস্তীর্ণ এলাকা রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। একাধিক জায়গায় সংঘর্ষে বহু মানুষ আহত হন। মূলত সংখ্যালঘু এলাকা দিয়ে রামনবমীর মিছিল যাওয়ার সময় এই অশান্তির খবর মিলেছে। বিচ্ছিন্ন বেশ কয়েকটি ঘটনায় বহু মানুষ জখম হয়েছেন। এর মধ্যে ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই জেলার বিস্তীর্ণ অঞ্চলে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও।

আর এমন অগ্নিগর্ভ পরিস্থিতির কারণেই প্রশাসনের একাংশ মনে করছে আপাতত ক’দিনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা স্থগিত থাকলেই ভাল হয়। অমিত শাহের নিরাপত্তার স্বার্থেই গোয়েন্দা সংস্থাগুলির এই পরামর্শ। বিজেপির মুখপাত্র সঞ্জয় ময়ূখ জানান, বর্তমানে তাঁরা সভা না করার সিদ্ধান্ত নিয়েছেন। সাসারামের অনুষ্ঠান বাতিল হলেও বিহারে স্বরাষ্ট্রমন্ত্রীর বাকি কর্মসূচি অপরিবর্তিত থাকছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সংঘর্ষ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার সন্দেহে নালন্দা ও সাসারামের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে অন্তত ৪৫ জনকে গ্রেফতার করেছে বিহার পুলিশ। এর মধ্যে সাসারাম থেকে গ্রেফতার করা হয়েছে ১৮ জনকে। বাকিদের গ্রেফতার করা হয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের গড় হিসেবে পরিচিত নালন্দা থেকে।

 

 

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version