Thursday, November 13, 2025

অকাল বর্ষণে ভিজছে বাংলা, আপাতত ব্যাকফুটে ‘কাঠফাটা চৈত্র’

Date:

খাতায় কলমে মাসটা চৈত্র। তবে বাইরের আবহাওয়া বলছে যেন বর্ষাকাল(rainy season)। সকাল থেকেই মুখ ভার আকাশে। ঝড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি আমেজ। সবমিলিয়ে চৈত্রের চিরাচরিত কাঠফাটা রোদ্দুর আপাতত ব্যাকফুটে। আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার(weather) কিছুটা পরিবর্তন হয়ে রোদের দেখা মিলতে পারে।

হাওয়া অফিসে(weather office) পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত কাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) ছিল ২৯.১ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (relative humidity) পরিমাণ ছিল ৯১ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আপাতত যা পূর্বাভাস, তাতে আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। প্রধানত মেঘলা আকাশ থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ এক-দুপশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে রবিবার থেকে ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। কমবে বৃষ্টি। পাল্লা দিতে ফের বাড়তে পারে তাপমাত্রা। সোমবার থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার দেখা মিলবে। এদিকে, বর্তমানে একটি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে। যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। অসম, উত্তরপ্রদেশ ও রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সোমবার উত্তর-পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা।

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version