Monday, August 25, 2025

রবিবার চেনা অফিস টাইমের ব্যস্ততা না থাকায় কিছুটা স্বস্তি পেলেন মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। সকাল ১০:৪২টা নাগাদ আচমটাই অস্বাভাবিক শব্দ শুনে থমকে যায় মেট্রোর চাকা। পরিস্থিতি সামাল দিতে লেগে যায় প্রায় ঘন্টাখানেকের মতো। শোভাবাজার থেকে শ্যামবাজারের (Sovabazar to Shyambazar) মধ্যে মেট্রো চলাচলের সময় মোটরম্যান (Motorman) এই শব্দ শুনতে পান বলে জানা যায়। যেহেতু আজ রবিবার তাই সেভাবে মেট্রোতে ভিড় নেই। যদিও আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ঘন্টাখানেকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করে দেন।

ঠিক কী হয়েছিল ?

মেট্রো রেল কর্তৃপক্ষ বলছেন রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ শোভাবাজার থেকে শ্যামবাজার যাওয়ার পথে এক মোটরম্যান লাইনে অস্বাভাবিক শব্দ শুনতে পান। তিনি একটু অবাক হয়ে যান এবং শব্দের উৎস বুঝতে না পেরে সরাসরি অফিসে খবর পাঠান। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোভাবাজার থেকে শ্যামবাজারের মধ্যে মেট্রো চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই সময় গিরিশ পার্ক থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে দমদম রুটেও মেট্রো যাতায়াত করানো হয়। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ওই দুই স্টেশনের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে মেট্রো চলাচল বন্ধ ছিল। যাতে কোন রকমের বিপদ না হয় সেই কারণে তড়িঘড়ি মেট্রোর লাইনে নেমে ইঞ্জিনিয়াররা পরীক্ষা করতে শুরু করেন। বেলা ১১:৫০ টা নাগাদ মেট্রো চলাচল স্বাভাবিক হয়। ঠিক কী কারণে এই আওয়াজ হল সেটা স্পষ্টভাবে উদ্ধার করা না গেলেও যান্ত্রিক কোনও ত্রুটির কথাই প্রাথমিকভাবে অনুমান করছে মেট্রো কর্তৃপক্ষ।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version