Thursday, November 6, 2025

সরকার কঠোর পদক্ষেপ করছে, দুষ্কৃতীরা উচিত শিক্ষা পাবে: কড়া বার্তা রাজ্যপালের

Date:

রামনবমীকে কেন্দ্র করে হাওড়ার শিবপুরের পরে রবিবার হুগলিতেও অশান্তি ছড়ায়। রিষড়ায় বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মিছিল ঘিরে অশান্তি বাধে। আর তার পরেই অশান্তির ঘটনা নিয়ে আরও কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। বলেন, ‘‘গুন্ডা ও দুষ্কৃতীদের কঠোর হাতে দমন করা হবে। গণতন্ত্রের উপর আঘাত সহ্য করা যাবে না।’’

রবিবার, রিষড়ায় দিলীপ ঘোষ (Dilip Ghosh) নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। অভিযোগ, সেই মিছিল ঘিরেই আচমকা এলাকায় অশান্তি বাধে। দিলীপের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানরা ও পুলিশ তাঁকে নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যায়। ইটবৃষ্টি ও আগুন ধরানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণ কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। সংঘর্ষে খানাকুলের বিজেপি বিধায়ক বিমান ঘোষ (Biman Ghosh) আহত হয়েছেন। জখম হয়েছেন রিষড়া থানার OC পিয়ালি বিশ্বাস-সহ বেশ কয়েক জন পুলিশ আধিকারিক ও কর্মী। এলাকায় জারি ১৪৪ ধারা।

এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই রাজভবন থেকে ভিডিও বার্তা দেন রাজ্যপাল আর সেখানেই অশান্তি দমনে রাজ্যের কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি কোনোরকম গুন্ডামি, হিংসা রাজ্যে বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তা দেন আনন্দ বোস। রাজ্যপাল বলেন, ‘‘এই ধরনের হিংসাত্মক ঘটনা কড়া হাতে দমন করছে রাজ্য। আইনভঙ্গকারীরা উচিত শিক্ষা পাবে!’’

এর আগে শিবপুরের অশান্তি নিয়েও কড়া বিবৃতি দিয়েছিলেন রাজ্যপাল। তখন তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) কথা হয়। রাজ্যভবন সূত্রে খবর, এদিনও রিষড়ায় ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন রাজ্যপাল। তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পরেই বিবৃতি দেন আনন্দ বোস। এদিন সকালেও সংবাদ মাধ্যমকে দেওয়া একটি টেলিফোন সাক্ষাৎকারে রাজ্যপাল অশান্তি রুখতে পুলিশকে বস্তুনিষ্ঠ হয়ে কঠোর পদক্ষেপ করার বার্তা দেন। এরপর রাতের এই ভিডিও বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- ঝড়-বৃষ্টি কাটিয়ে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন, জানাল হাওয়া অফিস

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version