Saturday, December 13, 2025

খু*ন,গণধ*র্ষণের মামলায় ২৬ অভি*যুক্তকে মুক্তি দিল গুজরাট আদালত!

Date:

Share post:

বিলকিস বানো মামলা যখন নতুন করে আবার শুরু হল দেশের শীর্ষ আদালতে তখনই আরেক কীর্তি গুজরাট আদালতের। মারাত্মক অভিযোগ রয়েছে যাঁদের নামে তাঁদের বেকসুর খালাস করা যেন গুজরাট প্রশাসনের অন্যতম অভ্যাসে পরিণত হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহল মহলের একাংশ। না হলে একই ঘটনার প্রতিচ্ছবি কেনই বা মিলবে নরেন্দ্র মোদি – অমিত শাহদের রাজ্যে? মোদি রাজ্যে (Modi State) গুরুতর অভি*যোগ থাকা সত্ত্বেও ২৬ জনকে মুক্তি দিল আদালত (Gujrat Court)। দা**ঙ্গার সময় খু*ন,গণধ*র্ষণের মতো অপ*রাধের পরও সাজা নয় বরং রেহাই পেলেন অভি*যুক্তরা । ২০ বছর আগের গুজরাটের রাজধানী গান্ধীনগরের (Gandhinagar, Gujrat) দা*ঙ্গার ঘটনায় অসংখ্য মামলার এখনও নিষ্পত্তিই হয়নি। বিচারক বলছেন পুলিশের সাক্ষীদের বয়ানে বিস্তর গরমিল আছে। পাশাপাশি তদ*ন্তেও অনেক গাফিলতি দেখে বিচারক অভিযুক্তদের মা*মলা থেকে মুক্তি দেন বলে জানা যায়।

প্রমাণের অভাবে ২৬ জন অভিযুক্ত খালাস পেয়ে গেলেন? অবশ্য মোদি রাজ্যে এহেন ঘটনা নতুন কিছু নয়। গত বছর অর্থাৎ ২০২২- এই ১৫ আগস্ট গুজরাট সরকার (Gujrat Government)খুন এবং ধর্ষণে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১জন আসামিকে মুক্তি দেয়। বিলকিস বানো ও বাকিদের সেই মামলার শুনানি গত সপ্তাহে শুরু হয়েছে সুপ্রিম কোর্টে (Supreem Court)। এবার গুজরাট দাঙ্গার অভিযুক্তদের সঙ্গেও একই ঘটনা আদালতের। পুলিশ গান্ধীনগরের কালোলের ওই ঘটনায় ৩৯জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল। ১৩জন অভিযুক্ত মারা গেছেন ফলে বাকিদের বিরুদ্ধে পুলিশ প্রায় ১৯০জন সাক্ষীর বয়ান রেকর্ড করে। এবং ঘটনাস্থল থেকে পাওয়া বেশ কিছু প্রমাণ আদালতকে দিলেও বিচারক জানান সেগুলি গুরুতর অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট নয়। অতএব ২৬ জন অপরাধীকে মুক্তি দেওয়ার ঘোষণা করে মোদি রাজ্যের আদালত। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ওয়াকিবহল মহলের একাংশ।

 

spot_img

Related articles

মুম্বইয়ে মেসির অপেক্ষায় এবার করিনা

মেসিকাণ্ডে বিক্ষুব্ধ কলকাতার দর্শক। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ স্টেডিয়ামে। এরপরেই কলকাতা ছেড়ে মেসি হায়দরাবাদের উদ্দেশে রওনা...

বিধানসভা ভোটের আগে সমন্বয় বৈঠক, কড়া বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যে অনেক আগেই শুরু হয়ে গিয়েছে, তারই স্পষ্ট ইঙ্গিত মিলল শুক্রবার। কলকাতার উইলিয়ামসন মেগর...

লোক আদালত: সাধারণ মানুষের কণ্ঠস্বর, প্রত্যেকের জন্য সময়োচিত সমাধান-সহায়তার সুব্যবস্থা

লোক আদালত বন্ধুত্বপূর্ণ ও ঘরোয়া মঞ্চ- যেখানে বিরোধ বিবাদের মাধ্যমে নয় বরং সহমতের ভিত্তিতে সমাধান করা হয়। ভারতজুড়ে...

উদ্যোক্তাদেরই কোর্টেই বল ঠেলল এআইএফএফ-আইএফএ, যুবভারতীতে আইএসএল নিয়ে সংশয়!

ফুটবলের মক্কায় নজিরবিহীন বিশৃঙ্খলা। মেসি(Messi) ইভেন্টে চূড়ান্ত অব্যবস্থা। ঘটনার পরই ফেডারেশন, আইএফএ-র পক্ষ থেকে বিবৃতি দিয়ে দায় ঠেলা...