Friday, December 19, 2025

পুলিশের নিষেধ না মেনে শিবপুরে সুকান্ত,কটাক্ষ কুণালের

Date:

Share post:

শিবপুরের  পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।শুধুমাত্র তাই নয়, প্রশাসন কড়া হাতে পরিস্থিতি সামলানোয় দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরেছে শিবপুর। যদিও এখনও ১৪৪ ধারা জারি আছে। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার সকালে শিবপুরের উদ্দেশে রওনা হন।যদিও দ্বিতীয় হুগলি সেতুর কাছে পুলিশ তাকে আটকায় এবং যেতে নিষেধ করে।কিন্তু নাছোড় সুকান্ত পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।পুলিশ তাকে জানায় যে ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।

সুকান্তর প্রশ্ন, মন্ত্রী অরূপ রায়কে যেতে দেওয়া হয়েছিল কেন? তাঁর যুক্তি,  তিনি গেলে যদি পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা থাকে তবে মন্ত্রীর সময়ও ছিল। তাঁর কটাক্ষ, মন্ত্রী মার খাচ্ছেন। কাল ওঁর গাড়ি ভেঙেছে। ওঁর লোকজন মার খেয়েছেন। মন্ত্রীকে জিজ্ঞেস করুন, তাঁর হাত কেটেছে কী ভাবে?

শেষপর্যন্ত শিবপুর যান বালুরঘাটের সাংসদ ।এলাকার একটি শীতলা মন্দিরে পুজো দেন। গন্ডগোলে আহত অঙ্কিত রানা এবং গৌরব দাসকে দেখতে যান তিনি। ঘটনাস্থলে যাওয়ার কথা তার। কিন্তু পুলিশ তাঁকে সাফ জানিয়ে দিয়েছে,  ১৪৪ ধারা জারি আছে, কোনও ভাবেই তিনি যেতে পারবেন না। এই নিয়ে ফের পুলিশের সঙ্গে বচসায় জড়ান সুকান্ত।

সুকান্তর  হাওড়া সফরকে  মোটেও ভাল চোখে দেখছে না তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতির এই গোঁ নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, কে কোথায় যাচ্ছেন, তাঁদের ব্যাপার। যে দল রামনবমীর দিন গণ্ডগোল করল।  সেই দলের সভাপতি যাচ্ছেন তা স্বাভাবিক নয়।বিজেপি রাজ্য সভাপতি হয়তো দেখতে যাচ্ছেন পরিকল্পনার ঠিকঠাক বাস্তবায়ন হয়েছে কি না। অথবা, নতুন করে প্ররোচনা দেওয়া যায় কি না। কুণাল আরও বলেন, অরূপ রাজ্যের মন্ত্রী। তিনি প্রশাসনের এক জন হিসেবে যেতে পারেন। বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে তাঁর অবস্থানগত পার্থক্য রয়েছে।এটা হয় সুকান্তবাবু বুঝতে পারছেন না অথবা বুঝতে চাইছেন না।

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...