Thursday, August 28, 2025

মেয়েদের ত্বক ভালো রাখতে এবার অভিনব পরামর্শ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি (BJP) নেত্রী মানেকা গান্ধী (Maneka Gandhi)। যা শুনলে রীতিমতো চমকে উঠবেন। এভাবেও ত্বক (Skin) ভালো রাখাঁ যায়? সম্প্রতি মানেকা গান্ধীর এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে ভিডিয়োয় দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের এক সভায় উপস্থিত হয়েছেন মানেকা। সেখানে তিনি বলেছেন, গাধার দুধ (Milk of Donkey) থেকে তৈরি সাবান মেয়েদের ত্বককে সুন্দর রাখে। আর বিজেপি নেত্রীর এমন মন্তব্যের পরই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।

মানেকা গান্ধী নিজের যুক্তির সপক্ষে এদিন মিশরের রানি ক্লিওপেট্রার (Queen Cleopatra) তুলনা টেনে জানান, ক্লিওপেট্রাও নাকি গাধার দুধ দিয়ে স্নান করতেন। তাঁর সৌন্দর্যের আসল রহস্য লুকিয়ে ছিল গাধার দুধেই। তিনি আরও জানিয়েছেন, দিল্লিতে গাধার দুধ দিয়ে তৈরি একটি সাবানের দাম পাঁচশো টাকা। আমরাও এমন সাবান তৈরি করতে পারি। লাদাখের (Ladakh) এক উপজাতিও এই সাবান তৈরির কাজ করে। গাধার দুধ থেকে তৈরি সাবান নাকি ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এবং ত্বককে নরম রাখে বলেই জানিয়েছেন মানেকা।

তবে এর আগেও একাধিকবার পশুহত্যার বিরুদ্ধে সরব হয়েছেন মানেকা। পশুপ্রেমী হিসাবে তাঁর যথেষ্ট সুখ্যাতিও রয়েছে দেশে। সেকারণে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। আর আচমকা এমন মন্তব্য করে কার্যত বিপাকে পড়েছেন মানেকা। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ।

 

 

 

Related articles

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...
Exit mobile version