Monday, November 17, 2025

মিড ডে মিলের রিপোর্ট: যুক্তরাষ্ট্রীয় রীতি লঙ্ঘন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ ব্রাত্যর

Date:

বাংলার প্রতি বঞ্চনা আর মিথ্যে অভিযোগ তুলে দফায় দফায় কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠাচ্ছে মোদি সরকার। আর সেই রিপোর্টে রাজ্যের ত্রুটি বেশি মিলছে না। কিন্তু রিপোর্ট পেশের সময় রীতি মানছে কি তারা! এই অভিযোগ তুলে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধিদের পরিদর্শনের পরে রাজ্যকে না জানিয়েই একতরফা রিপোর্ট পেশ করা হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেন্দ্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় নীতি এবং আদর্শ জলাঞ্জলি দেওয়া নিয়ে তীব্র আক্রমণ করেন ব্রাত্য।

সোমবার এই নিয়ে ট্যুইট করেছেন শিক্ষামন্ত্রী। লিখেছেন,
“কেন্দ্র এবং রাজ্যের যে কোনও যৌথ প্রকল্পেই জয়েন্ট রিভিউ মিশন থাকে, যাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিনিধি থাকেন। ১৩তম জয়েন্ট রিভিউ মিশন এবছর জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলে মিড ডে মিল পরিদর্শন করে একটি রিপোর্ট জমা দিয়েছে। আশ্চর্যের বিষয়, ওই রিপোর্টে রাজ্য সরকারের প্রতিনিধি মিড ডে মিল প্রকল্পের রাজ্য অধিকর্তার স্বাক্ষর থাকা তো দূর, রিপোর্টে কী আছে তাও জানানো হয়নি তাঁকে। শিক্ষামন্ত্রী জানান, ১৩তম জয়েন্ট রিভিউ মিশনের চেয়ারম্যানকে এ বিষয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন তিনি। চিঠির উত্তর পেলেই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যকে অন্ধকারে রেখে প্রতিনিধিদলের রিপোর্ট পেশের এই ঘটনায় গভীর উদ্বেগপ্রকাশ করেছেন ব্রাত্য। তাঁর মন্তব্য, সংবিধান স্বীকৃত কেন্দ্র-রাজ্য সম্পর্ক যে কেন্দ্রীয় সরকার নিত্য লঙ্ঘন করে থাকে, এই ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ।“

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version