Saturday, August 23, 2025

৬ তারিখ নিয়ে সতর্কবার্তা মমতার, দা.ঙ্গা রুখতে হিন্দুদের দিলেন দায়িত্ব

Date:

পঞ্চায়েত নির্বাচনের আগে জেলাসফরে বেরিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে একযোগে আক্রমণ শানালেন বাম ও বিজেপিকে(BJP)। জানালেন, “সিপিএম-এর আমলে দেখছি গুন্ডাবাজি, পুকুরে বিষ মিশিয়ে দেওয়া, মানুষের পা কেটে দেওয়া, মানুষকে বয়কট করা, নরমুন্ডু নিয়ে খেলা করা। আর বিজেপির আমলে দেখছি দাঙ্গাবাজি।”। শুধু তাই নয়, এদিনের সভা থেকে আগামী ৬ তারিখ হনুমান জয়ন্তী নিয়ে সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী। হিন্দু ভাই-বোনেদের বার্তা দিলেন রোজার সময়ে সংখ্যালঘু ভাইবোনেদের রক্ষা করার।

সোমবার খেজুরির জনসভা থেকে নন্দীগ্রামের অতীত ইতিহাস তুলে ধরে মমতা বলেন, “একসময় খেজুরিতে ঢোকা যেত না। সিপিএম-এর অত্যাচারে মানুষ অত্যাচারিত ছিল। আমার একজন ছাত্রী বন্ধুকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল। এরপর তাঁর বাবার নামে দোষ দেওয়া হয়েছিল। সিপিএম গুলো এখন বিজেপি হয়েছে।” এরপরই রামনবমীর প্রসঙ্গে মমতা বলেন, “কেন ৫ দিন ধরে রামনবমীর মিছিল হবে? এটা কী ধরণের মিছিল যেখানে বুল্ডোজার যাচ্ছে, বন্দুক নিয়ে নাচ করছে, গরিব মানুষের ফলের গাড়িতে আগুন জ্বালাচ্ছে?” পাশাপাশি সকলকে সতর্ক করে ও দাঙ্গা রুখে দেওয়ার নির্দেশ দিয়ে মমতা বলেন, “আমরা বজরংবলীকে সম্মান করি কিন্তু মাথায় রাখবেন ৬ তারিখে ওরা যেন দাঙ্গার প্ল্যান করতে না পারে। ৬ তারিখ হিন্দু ভাইবোনেদের দায়িত্ব দিলাম, ওদের রোজা চলছে। ওদের রক্ষা করবেন কার গায়ে যেন হাত না পড়ে।” এছাড়াও দাঙ্গাবাজদের হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “বিজেপির কাছ থেকে টাকা খেয়ে রাস্তা ভাঙছে। আমি তৈরি করছি ওরা ভাঙছে। মনে রাখবেন একটা আইন হয়েছে যেখানে সম্পত্তি নষ্ট করলে সরকার আপনাদের সম্পত্তি দখল করে নিলাম করবে। আর সেই টাকা চলে যাবে ক্ষতিগ্রস্তদের কাছে।”

নাম না করে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নন্দীগ্রামে সূর্যোদয়ের নামে দশদিন কাউকে বেরতে দেওয়া হয়নি। ১৪ মার্চ যখন গুলিতে মারা গিয়েছিল, সেই সময় খেজুরি দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হত না। সেই সময় গদ্দাররা মাঠে ছিল না। লুকিয়ে বসেছিল। আমি সেই সময় ২৬ দিন অনশন করেছিলাম। ১৪ মার্চের গুলিকাণ্ডের পর আমি ছুটে এসেছিলাম। চণ্ডীপুরে আমার গাড়ি আটকে পেট্রল বোমা মারতে গিয়েছিল। কোলাঘাটে আমার গাড়িতে মদের বোতল ছোড়া হয়েছিল। আমার উপর অনেক অত্যাচার হয়েছে। আমি যত দিন বাঁচব আমার আন্দোলন কেউ রুখতে পারবে না।”

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version