Wednesday, November 5, 2025

কোনও দুর্নীতি নেই, কিছু পেন্ডিং নেই: প্রাপ্য টাকা না দেওয়ায় কেন্দ্রকে চ্যালেঞ্জ মমতার

Date:

Share post:

কেন্দ্রের তরফে অভিযোগ করা হয়েছে কাজের হিসেব না দেওয়ায় ১০০ দিনের কাজ, আবাস যোজনা ও সড়ক যজনার টাকা আটকে দেওয়া হয়েছে। তবে বিজেপি(BJP) তথা কেন্দ্রের এই অভিযোগকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার খেজুরির(Khejuri) সরকারি সভা থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কোনও দুর্নীতি হয়নি, কোনও কিছু পেন্ডিংও নেই তাও অন্যায় ভাবে গরিব মানুষের টাকা আটকেছে এই পাপিষ্ঠ কেন্দ্রীয় সরকার(Central Govt)।

সোমবার খেজুরিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের টাকা আটকে দেওয়ায় কেন্দ্রকে কড়া সুরে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “এই কেন্দ্রীয় সরকার পাপিষ্ঠ। ১০০ দিনের কাজে ১৭ লক্ষ গরিব মানুষের টাকা আটকে দেওয়া হয়েছে। গরিব মানুষগুলো হাড়ভাঙা খাটুনি খেটেছে তাদের টাকা আটকে দিয়েছে এই বেইমান, লুটেরা, দাঙ্গাবাজরা। শুধু ১০০ দিনের কাজ নয়, আপনাদের বাড়ির টাকা, রাস্তা করার টাকাও ওরা বন্ধ করে দিয়েছে।” এরপরই কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “১২০০০ কিমি রাস্তা করছি। এটা রাজ্য সরকারের টাকা, ওখানে ১০০ দিনের কর্মীরা কাজ করবে। দিল্লি আমায় ভাতে মারার চেষ্টা করলেও আমরা পান্তাভাত খেয়ে থাকব কিন্তু মাথা নত করব না। ওরা বলছে, আমরা নাকি টাকা চুরি করেছি, কাজের হিসেব দেইনি তাই টাকা বন্ধ করেছি। আমি চ্যালেঞ্জ করছি, কোনও দুর্নীতি নেই, কোনও হিসেব পেন্ডিং নেই। অন্যায় ভাবে টাকা আটকে রেখেছে। কেন টাকা দাওনি জবাব দাও।” এর পরই কেন্দ্রীয় দলকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “এই কয়েকমাসে শতাধিক কেন্দ্রীয় দল এসেছে। এখানে খেয়েছে, বিজেপির সঙ্গে মিটিং করেছে, দাঙ্গা লাগিয়েছে, বাড়ি চলে গেছে।” একইসঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “১০০ দিনের কাজে অন্তত ৫০ দিন কাজ পায় সেই ব্যবস্থা রাজ্যসরকার করবে।”

এদিনের সভা থেকে নন্দীগ্রামের অতীত ইতিহাস তুলে ধরে মমতা বলেন, “একসময় খেজুরিতে ঢোকা যেত না। সিপিএম-এর অত্যাচারে মানুষ অত্যাচারিত ছিল। আমার একজন ছাত্রী বন্ধুকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল। এরপর তাঁর বাবার নামে দোষ দেওয়া হয়েছিল। সিপিএম গুলো এখন বিজেপি হয়েছে।” নাম না করে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নন্দীগ্রামে সূর্যোদয়ের নামে দশদিন কাউকে বেরতে দেওয়া হয়নি। ১৪ মার্চ যখন গুলিতে মারা গিয়েছিল, সেই সময় খেজুরি দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হত না। সেই সময় গদ্দাররা মাঠে ছিল না। লুকিয়ে বসেছিল। আমি সেই সময় ২৬ দিন অনশন করেছিলাম। ১৪ মার্চের গুলিকাণ্ডের পর আমি ছুটে এসেছিলাম। চণ্ডীপুরে আমার গাড়ি আটকে পেট্রল বোমা মারতে গিয়েছিল। কোলাঘাটে আমার গাড়িতে মদের বোতল ছোড়া হয়েছিল। আমার উপর অনেক অত্যাচার হয়েছে। আমি যত দিন বাঁচব আমার আন্দোলন কেউ রুখতে পারবে না।”

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...