বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এ বার পর্দায়। সিরিয়ালে নায়িকার বাবার চরিত্রে অভিনয় করে মুখে হাসি ফুটেছে তাঁর।
বিখ্যাত হয়ে যাওয়ার পর আগের মতো বাদাম বেচতে পারছিলেন না গান গেয়ে। এ দিকে গানটিও বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার নিরীক্ষার পর কপিরাইট হারিয়েছে। সেই থেকেই অভাব-অনটন ভুবনের নিত্যসঙ্গী। গান বেহাত হয়ে যাওয়ার অভিযোগ জানিয়ে কিছু দিন আগেই শিরোনামে এসেছিলেন। অভিনয় করে এখন আবার কিছুটা অর্থের মুখ দেখছেন ‘কাঁচা বাদাম’ গায়ক।
তাঁর কথায়, “দুই-তিন মাস আগে শ্যুটিং করেছি। সিরিয়ালে আমায় মেয়ের বাবার চরিত্রে অভিনয় করছি। প্রেম করে বিয়ে করতে চায় মেয়ে, কিন্তু বাবা সেখানে বাঁধা দেবে। আর এ নিয়েই গল্প এগোবে।”
‘কাঁচা বাদাম’ গানটি ভাইরাল হওয়ার পর ‘দাদাগিরি’ এবং ‘ইস্মার্ট জোড়ি’র মতো বিভিন্ন রিয়্যালিটি শোয়ের মঞ্চেও দেখা গিয়েছে ভুবনকে। সব জায়গায় গিয়েই তাঁকে ‘পায়ের তোড়া, হাতের বালা…’ গেয়ে যেতে হত। তবে এ বার আর গানে নয়, অভিনয়ে আত্মপ্রকাশ করছেন বলে জানিয়েছেন ভুবন।