Sunday, November 16, 2025

নয়া সাংসদ ভবনে ঝোলানো উচিত ওটা: মোদির ডিগ্রি নিয়ে কটাক্ষ সঞ্জয়ের

Date:

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ও ডিগ্রি দেখতে চাওয়ায় সম্প্রতি ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে(Arvind Kejriwal)। এহেন পরিস্থিতির মাঝেই এবার মোদির ডিগ্রি নিয়ে তীব্র কটাক্ষ করলেন শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত। জানালেন, নরেন্দ্র মোদির(Narendra Modi) ডিগ্রি নয়া সংসদ ভবনের(New parliament House) সামনে ঝোলানো উচিত।

প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়ে কটাক্ষ করে সেই ডিগ্রির ছবি সহ এদিন টুইট করেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি লেখেন, “আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই যে ডিগ্রি, লোকে বলে এটা নাকি ভুয়ো। কিন্তু আমি মনে করি ‘গোটা রাষ্ট্রবিজ্ঞান’ গবেষণা বিষয়ে একটি ঐতিহাসিক এবং বৈপ্লবিক ডিগ্রি। এই অসামান্য ডিগ্রিটা সংসদ ভবনের প্রধান দরজার সামনে বাঁধিয়ে নিয়ে টাঙ্গিয়ে দেওয়া উচিত। যাতে লোকে আমাদের প্রধানমন্ত্রীজির যোগ্যতা নিয়ে প্রশ্ন না তোলেন।”

সঞ্জয় রাউতের পাশাপাশি মোদির ডিগ্রি নিয়ে এদিন কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে শিবসেনার উদ্ধব গোষ্ঠীর মুখপাত্র ‘সামনা’। দাবি করা হয়েছে, মোদি যে ডিগ্রি দেখাচ্ছেন তা ভুয়ো। গুজরাট বিশ্ববিদ্যালয়ে যে ডিগ্রি মোদির হিসেবে দেখানো হয়েছে, তার স্ক্রিপ্টে মাস্টার স্টাইলে লেখা আছে। কিন্তু এই স্ক্রিপ্টটি এসেছে ১৯৯২ সালে এদিকে মোদির ডিগ্রি ১৯৮৩ সালে অর্থাৎ আলোচনা হওয়া উচিত। পাশাপাশি আরও দাবি করা হয়েছে, ১৯৭৯ সালে মোদি বিএ করেন, ১৯৮৩ সালে এমএ। তাহলে কেন তিনি ২০০৫ সালে বললেন আমার কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই! এরপর কেউ ডিগ্রি শিক্ষা নিয়ে প্রশ্ন তুললে মানহানি মামলা করা হচ্ছে। ডিগ্রি যদি থেকেই থাকে তবে তা লুকানোর কি আছে? প্রশ্ন সামনার।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version