আগামী কয়েকদিন বাড়বে গরম, বৃষ্টি কবে? জানাল হাওয়া অফিস

কদিন বৃষ্টির পরেই রোদ ঝলমল আকাশ। বাড়ছে তাপমাত্রা (Temperature)। বৃষ্টি কবে? সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানাল, দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাগুলিতে মঙ্গলবারও শুষ্ক আবহাওয়া চলবে। তবে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদ এবং নদিয়ায় (Nadia) আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বৃষ্টি হতে পারে বীরভূম এবং পূর্ব বর্ধমানেও। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী পাঁচদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে আগামী পাঁচদিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে হাওয়া অফিসের তরফে জানান হয়েছে। মঙ্গলবার থেকে উত্তরে বৃষ্টির পরিমাণ কমলেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী চারদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই দিনাজপুর এবং মালদহে আগামী চারদিন শুষ্ক আবহাওয়াই জারি থাকবে।

আরও পড়ুন- লাল-হলুদে সলমান খানের শো! ব্যবস্থা দেখতে ইস্টবেঙ্গল ক্লাব পরিদর্শনে ভাইজানের প্রতিনিধিদল

 

Previous articleলাল-হলুদে সলমান খানের শো! ব্যবস্থা দেখতে ইস্টবেঙ্গল ক্লাব পরিদর্শনে ভাইজানের প্রতিনিধিদল
Next articleত্বক ভালো রাখতে অভিনব টিপস! মেয়েদের বিশেষ পরামর্শ মানেকা গান্ধীর