Sunday, November 9, 2025

কোটি কোটি টাকা ব্যয়ে প্রাসাদ কিনেও চরম অস্বস্তি! কেন্দ্রের আচরণে ক্ষু.ব্ধ সাইরাস পুনাওয়ালা

Date:

৭৫০ কোটি টাকা খরচ করে প্রাসাদ কিনেও স্বস্তি নেই। দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও নতুন বাড়িতে যেতে গিয়ে বারবার থমকে যেতে হচ্ছে সাইরাস পুনাওয়ালাকে (Cyrus Poonawala)। জানা গিয়েছে, জমির মালিকানা সংক্রান্ত বিরোধের কারণে ভারত সরকার তাঁকে সম্পত্তির হস্তান্তর আটকে দিয়েছে। উল্লেখ্য, মার্কিন সরকারের কাছ থেকে লিঙ্কন হাউস (Lincoln House) কিনেছিলেন বিশ্বের বৃহত্তম প্রতিষেধক নির্মাতা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (Serum Institute of India) মালিক।

জানা গিয়েছে, গত প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে ব্রিচ ক্যান্ডির এই সম্পত্তি মার্কিন কনস্যুলেটের হাতে ছিল। কিন্তু এই জমির আসল মালিকানা কার, তা এখনও পরিষ্কার নয়। আপাতত ভারত সরকার এই জমির হস্তান্তর স্থগিত রেখেছে কারণ মহারাষ্ট্র সরকার (Maharashtra Govt) এবং প্রতিরক্ষা মন্ত্রক (Central Defence Ministry), উভয়েই এই প্লটের মালিকানা দাবি করেছে। আর সেকারণেই সাইরাসকে তাঁর নিজের সম্পত্তি হস্তান্তর করা যাচ্ছে না।

তবে সাইরাস সাফ জানিয়েছেন, কেন সরকার এই জমি বিক্রি আটকে রেখেছে, তার স্বপক্ষে কোনও যুক্তি দেয়নি। তবে তাঁর ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এত বিপুল পরিমাণে টাকা যাক, তা চায় না ভারত সরকার। আর সেকারণেই এমন সিদ্ধান্ত। ইতিমধ্যে সম্পত্তি বিক্রি নিয়ে দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে সংঘাত লেগেই রয়েছে। তবে বিষয়টি নিয়ে মহারাষ্ট্র সরকার এবং প্রতিরক্ষা মন্ত্রক কেউই কোনও মন্তব্য করতে চায়নি।

উল্লেখ্য, ১৯৩৮ সালে ওয়াঙ্কানের মহারাজা লিঙ্কন হাউস তৈরি করেছিলেন। ১৯৫৭ সালে ৯৯৯ বছরের লিজ হিসাবে তা মার্কিন সরকারের কাছে বিক্রি হয়। এরপর ২০০৪ সালে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে সেই অফিস স্থানান্তরিত হয়ে যায়। সেই সময় থেকেই এই সম্পত্তি বিক্রির চেষ্টা শুরু হয়। পরে পুনাওয়ালা পরিবার সেটি বাসভবন হিসাবে কিনে নেয়।

 

 

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version