Sunday, August 24, 2025

কোটি কোটি টাকা ব্যয়ে প্রাসাদ কিনেও চরম অস্বস্তি! কেন্দ্রের আচরণে ক্ষু.ব্ধ সাইরাস পুনাওয়ালা

Date:

৭৫০ কোটি টাকা খরচ করে প্রাসাদ কিনেও স্বস্তি নেই। দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও নতুন বাড়িতে যেতে গিয়ে বারবার থমকে যেতে হচ্ছে সাইরাস পুনাওয়ালাকে (Cyrus Poonawala)। জানা গিয়েছে, জমির মালিকানা সংক্রান্ত বিরোধের কারণে ভারত সরকার তাঁকে সম্পত্তির হস্তান্তর আটকে দিয়েছে। উল্লেখ্য, মার্কিন সরকারের কাছ থেকে লিঙ্কন হাউস (Lincoln House) কিনেছিলেন বিশ্বের বৃহত্তম প্রতিষেধক নির্মাতা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (Serum Institute of India) মালিক।

জানা গিয়েছে, গত প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে ব্রিচ ক্যান্ডির এই সম্পত্তি মার্কিন কনস্যুলেটের হাতে ছিল। কিন্তু এই জমির আসল মালিকানা কার, তা এখনও পরিষ্কার নয়। আপাতত ভারত সরকার এই জমির হস্তান্তর স্থগিত রেখেছে কারণ মহারাষ্ট্র সরকার (Maharashtra Govt) এবং প্রতিরক্ষা মন্ত্রক (Central Defence Ministry), উভয়েই এই প্লটের মালিকানা দাবি করেছে। আর সেকারণেই সাইরাসকে তাঁর নিজের সম্পত্তি হস্তান্তর করা যাচ্ছে না।

তবে সাইরাস সাফ জানিয়েছেন, কেন সরকার এই জমি বিক্রি আটকে রেখেছে, তার স্বপক্ষে কোনও যুক্তি দেয়নি। তবে তাঁর ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এত বিপুল পরিমাণে টাকা যাক, তা চায় না ভারত সরকার। আর সেকারণেই এমন সিদ্ধান্ত। ইতিমধ্যে সম্পত্তি বিক্রি নিয়ে দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে সংঘাত লেগেই রয়েছে। তবে বিষয়টি নিয়ে মহারাষ্ট্র সরকার এবং প্রতিরক্ষা মন্ত্রক কেউই কোনও মন্তব্য করতে চায়নি।

উল্লেখ্য, ১৯৩৮ সালে ওয়াঙ্কানের মহারাজা লিঙ্কন হাউস তৈরি করেছিলেন। ১৯৫৭ সালে ৯৯৯ বছরের লিজ হিসাবে তা মার্কিন সরকারের কাছে বিক্রি হয়। এরপর ২০০৪ সালে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে সেই অফিস স্থানান্তরিত হয়ে যায়। সেই সময় থেকেই এই সম্পত্তি বিক্রির চেষ্টা শুরু হয়। পরে পুনাওয়ালা পরিবার সেটি বাসভবন হিসাবে কিনে নেয়।

 

 

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...
Exit mobile version