Tuesday, December 16, 2025

রামনবমীর অ.শান্তির আঁচ বিধানসভায়, বিহারের বিজেপি বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ!   

Date:

রামনবমীর (Ramnavami) অশান্তি নিয়ে আলোচনা চলছিল বিধানসভায় (Assembly)। আর সেই আলোচনাতেই বিতর্কিত কথার বলার অভিযোগ ওঠে বিজেপি (BJP) নেতা তথা বিধায়ক জীবেশ কুমারের (Jibesh Kumar) বিরুদ্ধে। এমনকি, বিহারের শাসক রাজ্যের অশান্তি নিয়ন্ত্রণে অক্ষম বলেও দোষারোপ করছিলেন তিনি। আর এরপরেই ওই বিধায়ককে বিধানসভা কক্ষ থকে কার্যত চ্যাংদোলা করে বাইরে বের করে দেন মার্শালরা। রাবনবমীকে কেন্দ্র করে দিনকয়েক আগেই অশান্ত হয়ে ওঠে বিহারের (Bihar) একাধিক এলাকা। আর সেই ইস্যুতেই এদিন বিধানসভায় আলোচনা চলছিল।

ঘটনাটির ভিডিয়ো ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে সাদা পোশাকে চার জন মার্শাল চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছেন ওই বিধায়ককে। আর ওই বিধায়ক চিৎকার করে বলছেন, বিরোধীদের সঙ্গে এ রাজ্যে এমনই আচরণ করা হয়। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেই কাঠগড়ায় তোলেন ওই বিজেপি বিধায়ক। তবে বিরোধীদের অভিযোগ, রামনবমীর অশান্তি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা হলেও এদিন আলোচনা সভায় জোর করে অশান্তির চেষ্টা করেন ওই বিজেপি বিধায়ক। পাশাপাশি বিহারের শাসকদল রাজ্যের অশান্তি নিয়ন্ত্রণে অক্ষম বলেও দোষারোপ করছিলেন তিনি। এরপরেই ওই বিধায়ককে বিধানসভা কক্ষ থকে বার করে দেওয়া হয়।

উল্লেখ্য, রামনবমীকে কেন্দ্র করে বাংলার পাশাপাশি সারা দেশের বিভিন্ন রাজ্যেই একাধিক অশান্তির খবর সামনে এসেছে। রামভক্তদের তাণ্ডবে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি বিভিন্ন রাজ্যের একাধিক এলাকায়। আর বৃহস্পতিবারই হনুমান জয়ন্তী। আর এই বিশেষ দিনকে কেন্দ্র করে নতুন করে অশান্তির আশঙ্কা বাংলা সহ গোটা দেশে। সোমবারই খেজুরির জনসভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কাপ্রকাশ করেন আগামী ৬ তারিখ সতর্ক থাকুন। আর তারপর থেকেই ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়ছে। মূলত বিজেপি সরকার যে রাজ্যে ক্ষমতায় নেই সেই রাজ্যগুলোর দিকে নজর দিলেই দেখা যাবে সেখানেই বেশি অশান্তির খবর সামনে আসছে। তবে এবার বিহারের বিজেপি বিধায়ককে বিধানসভা থেকে চ্যাংদোলা করে বার করে দেওয়ার ঘটনা প্রকাশ্যে এলো।

 

 

 

Related articles

রক্তাক্ত ভূস্বর্গে জঙ্গি-নিরাপত্তা বাহিনীর লড়াই, শহিদ ১ পুলিশকর্মী

ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir Terrorist activity)। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে এক পুলিশ কর্মী মৃত্যুর...

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা 

মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে...

সাতসকালে মা উড়ালপুলে বড় দুর্ঘটনা, গাড়ি -বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার! 

মঙ্গলের সকালে মা উড়ালপুলে (Maa Flyover Accident) একের পর এক গাড়িকে ধাক্কা মারল চারচাকা। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার...

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...
Exit mobile version