Monday, August 25, 2025

রামনবমীর নামে উৎশৃঙ্খল শোভাযাত্রাকে কেন্দ্র করে
হাওড়া ও রিষড়ার অশান্তি ও হিংসার ঘটনা নিয়ে এবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার।
একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে গত, সোমবার হাওড়া, হুগলি ও উত্তর দিনাজপুরের অশান্তির ঘটনা নিয়ে রাজ্যকে সিসিটিভি ফুটেজ সহ পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলের হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সেই মর্মে রিপোর্ট জমা দেয় নবান্ন।

আজ, বুধবার এই মামলায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, “একটা কিছু সমাধানের ব্যবস্থা করুন, যাতে সাধারন মানুষ নিজেদের সুরক্ষিত মনে করেন। কারণ, রিষড়ায় অশান্তির সময় সাধারণ মানুষ নিজেদের অসহায় অনুভব করেছেন। পুলিশের কাছ থেকে কোনও সাহায্য পাননি।”

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির আরও সংযোজন, “প্রয়োজনে প্যারা মিলিটারি ফোর্স কাজে লাগান। ডায়মন্ড হারবারের জেলা জজ চিঠি দিয়ে আমাদের জানিয়েছেন রিষড়ায় তার পরিবার সুরক্ষিত নয়। অশান্তি চলাকালীন তিনি পুলিশকে ফোন করেছিলেন। কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেও তিনি কোনও সাহায্য পাননি। এটা চলতে পারেনা। এমন কোনও ব্যবস্থা করুন যাতে এমন কোন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাই না থাকে।”

আদালতে অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে রাজ্যের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলতে চান এবং তারপরেই আদালতকে রাজ্যের মতামত জানাবেন।

 

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...
Exit mobile version