Wednesday, November 12, 2025

বিজেপির প্ররোচনায় পঞ্চায়েতে কেউ নির্দলে দাঁড়াবেন না, দলকে বার্তা মমতার

Date:

আসন্ন পঞ্চায়েত ভোটের আগে দলকে বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পঞ্চায়েত ভোট ২০২৪ লোকসভার আগে দলের কাছে অ্যাসিড টেস্ট। তাই পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যাতে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে না ওঠে, সে ব্যাপারে সতর্ক নেত্রী। বিশেষ করে নিচুস্তরের কর্মীদের সতর্ক করে দিলেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুনঃ
দীঘার কর্মীসভা থেকে তৃণমূল মমতার বার্তা, “দলের টিকিট না পেলে দয়া করে বিজেপির কথায় নির্দল হয়ে দাঁড়িয়ে পড়বেন না।”পঞ্চায়েতে প্রার্থী চয়নেও যে দল বিশেষ নজর দিচ্ছে সেই বিষয়টিও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ দুর্নীতিমুক্ত ভাবমূর্তিকেই প্রধান্য দেওয়া হবে, সেটা কার্যত স্পষ্ট করে দিয়েছেন দলনেত্রী। একইসঙ্গে তাঁর বার্তা, প্রার্থীর জন্য অনেকেই যোগ্য, কিন্তু একটি আসনে একজনকেই টিকিট দেওয়া সম্ভব। ফলে যাঁরা টিকিট পাবেন না তাঁরা যদি নির্দল হয়ে দাঁড়িয়ে দলের ক্ষত করার চেষ্টা করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

তৃণমূল নেত্রীর কথায়, “দলের টিকিট একজনকেই দেওয়া যায়। তাতে কেউ টিকিট না পেলে দয়া করে বিজেপির কথায় নির্দল হয়ে দাঁড়িয়ে যাবেন না। সবাই টিকিট পাবে না। দল আপনাদের সবার জন্য কোনও না কোনও ব্যবস্থা করে দেবে। সেটা দলের দায়িত্ব।” অর্থাৎ, কোনও একাধিক যোগ্য প্রার্থী থাকলে তাদের মধ্যে এখন টিকিট পেলেও অন্যদের বঞ্চিত করা হবে না। দল তাঁদের জন্য বিকল্প চিন্তাভাবনা করবে।

 

 

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version