Saturday, August 23, 2025

রামনবমীর দিন অশা*ন্তির জেরে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মিছিলে অ*স্ত্র নিয়ে কারা গেছিল এবং ইচ্ছাকৃত ভাবে গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছেন যাঁরা, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করেছে প্রশাসন। আজ বুধবার থেকেই এই ঘটনার ত*দন্ত শুরু করেছে সিআইডি (CID)। মঙ্গলবার বিহারের (Bihar)মুঙ্গের থেকে মিছিলে অস্ত্রধারী যুবক সুমিত সাউকে (Sumit Sau) গ্রে*ফতার করেছিল পুলিশ। এরপর তাঁকে জেরা করে আরিয়ান নামের এক যুবকের পাশাপাশি আরও একটি নাম তদ*ন্তে উঠে আসে। এরপর হাওড়ার নন্দীবাগান (Nandibagan, Howrah)থেকে গ্রেফতার করা হয় আর এন গুপ্ত (R N Gupta)নামে অপর যুবককে।

বিহার থেকে অভিযুক্ত সুমিতকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় রাজ্যে নিয়ে আসা হয়। এই ঘটনায় পুলিশের দ্বিতীয় গ্রেফতারি আর এন গুপ্ত। জানা গেছে তিনি উত্তর হাওড়ার নন্দীবাগান এলাকার বাসিন্দা। এর আগে জেরার মুখে সুমিত পুলিশকে জানিয়েছিলেন যে অশান্তির ভয়ে তিনি এক রাজ্য থেকে অন্য রাজ্যে পালিয়ে যান। প্রথমে খবর পাওয়া যায় যে সুমিত উত্তরপ্রদেশে (Uttar Pradesh) পালিয়েছে বলে পুলিশ তথ্য পেলেও, মোবাইল ট্র্যাক করে জানা যায় যে অভিযুক্ত সুমিতের ফোন লোকেশন বিহারে। সুমিত পুলিশি জেরায় জানিয়েছেন যে তিনি পালিয়ে যাওয়ার সময় আর এন গুপ্তকে আগ্নেয়াস্ত্রটি দিয়ে যান। এরপরই বুধবার তাঁকে নিজের এলাকা থেকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। এই কথা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার (CP) প্রবীণ ত্রিপাঠি। অভিযুক্তদের CID -এর হাতে তুলে দেওয়া হয়েছে বলেই কমিশনার জানিয়েছেন। এই ঘটনায় আর কারা জড়িত সেই তদন্ত শুরু করেছে সিআইডি ।

 

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version