কুর্মি আ*ন্দোলনের জেরে দুর্ভো*গ, ৩০ ঘণ্টা পরেও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল

এর মধ্যে স্টিল এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, গীতাঞ্জলি এক্সপ্রেস, নীলাচল এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, জন শতাব্দী এক্সপ্রেসের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন রয়েছে

তফসিলি তালিকাভুক্ত করার দাবিতে লাগাতার রেল অবরোধ শুরু করলেন আদিবাসী সম্প্রদায়ের কুড়মি সমাজের সদস্যরা৷ এর ফলে বুধবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় ট্রেন চলাচল ব্যাহত৷ বাতিল একাধিক ট্রেন৷

রেল লাইনের পাশাপাশি জাতীয় সড়কও অবরোধ করা হয়েছে৷ BHআন্দোলনকারীদের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আগামিকাল সকাল ৬টার মধ্যে যদি তাঁদের দাবি পূরণ না হয়, তাহলে জঙ্গলমহলের প্রতিটি রাস্তাতেই অবরোধ করা হবে৷ তফসিলি শংসাপত্র পাওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে সিআরআই রিপোর্ট পাঠানো হয়নি, এই অভিযোগ তুলে মঙ্গলবার থেকেই খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রেখেছিল কুড়মি সমাজের প্রতিনিধিরা৷ বুধবার সকাল থেকে জাতীয় সড়কের পাশাপাশি শুরু হয় রেল অবরোধ৷

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনের জেরে প্রায় ৩৬টি ট্রেন বাতিল করা হয়েছে । খড়্গপুর ও আদ্রা ডিভিশনের মধ্যে খড়্গপুর ডিভিশনে মোট ২৩টি, আদ্রা ডিভিশনে মোট ১৩টি ট্রেন ঘুরপথে চালানো হবে এবং পাঁচটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। এর মধ্যে স্টিল এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, গীতাঞ্জলি এক্সপ্রেস, নীলাচল এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, জন শতাব্দী এক্সপ্রেসের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন রয়েছে।

খড়্গপুর ও আদ্রা ডিভিশনের মধ্যে খড়্গপুর ডিভিশনে মোট ২৩টি, আদ্রা ডিভিশনে মোট ১৩টি ট্রেন ঘুরপথে চালানো হবে এবং পাঁচটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।

আদিবাসী কুড়মি জাতিকে তফশিলি উপজাতির তালিকাভুক্ত করা, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা-সহ রাজ্য সরকারের সিআরআই (কালচারাল রিসার্চ ইনস্টিটিউট) রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর দাবিতে ১ এপ্রিল থেকে জঙ্গলমহলে শুরু হয়েছে ‘ঘাঘর ঘেরা’ নামের এই অবরোধ কর্মসূচি। কুড়মিদের নেতা অজিত প্রসাদ মাহাতো বলেন, গত সেপ্টেম্বরেও তাঁরা একইভাবে অবরোধ শুরু করেছিলেন। সে সময় রাজ্য সরকারের তরফ থেকে সিআরআই রিপোর্ট সংশোধন করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর অঙ্গীকার করা হয়। এই আশ্বাস পেয়ে পাঁচ দিনের মাথায় রেল অবরোধ তুলে নিয়েছিলেন তাঁরা। সেই সংশোধিত সিআরআই রাজ্য সরকারের তরফে এখনও পাঠানো হয়নি। কুড়মিদের অভিযোগ, এ কারণেই তাঁরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তফসিলি উপজাতির তকমা পাচ্ছেন না।

 

Previous articleমোদির সফরের আগেই তেলেঙ্গানায় প্রশ্নফাঁ.স! গ্রে.ফতার বিজেপির রাজ্য সভাপতি
Next articleশুভেন্দুর বাড়বাড়ন্তে মানসিক ভারসাম্য হারিয়েছেন সুকান্ত, ডাক্তার দেখানোর পরামর্শ তৃণমূল বিধায়কের