Saturday, August 23, 2025

মোদির সফরের আগেই তেলেঙ্গানায় প্রশ্নফাঁ.স! গ্রে.ফতার বিজেপির রাজ্য সভাপতি

Date:

দু’দিন পরেই তেলেঙ্গানা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হায়দরাবাদ সহ একাধিক জায়গায় সভা রয়েছে তাঁর। তার ঠিক আগেই তেলেঙ্গানায় স্কুলসার্ভিস কমিশনের প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় কুমার। বুধবার ভোররাতে ঘুম থেকে তুলে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:রামনবমীকে ঘিরে রিষড়ায় অ.শান্তি, আর্থিক ক্ষতির মুখে রেল

এদিন ভোররাতে বিজেপি সাংসদ সঞ্জয় কুমারকে গ্রেফতারের আগে তাঁর বাড়ি বিশাল পুলিশবাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়।মুহূর্তে দলীয় কর্মী সদস্যদের কাছে সে খবর পৌঁছে যায়। সঞ্জয় কুমারকে গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধ্বস্তাধ্বস্তি বেধে যায়। এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সঞ্জয়কে গ্রেফতার করে তেলেঙ্গানার করিমনগর পুলিশ। অশানেতি এড়াতে তাঁকে ভোররাতেই ইয়াদ্রি ভঙ্গির জেলার বোম্মালা রামারাম থানায় নিয়ে তোলা হয়। বুধবার দুপুরেই তাঁকে আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, তেলেঙ্গানায় মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছিল। তাতে হিন্দি প্রশ্ন ফাঁস হয়ে যায়। পুলিশ তিন ব্যক্তিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার করে। তাদের একজন বিজেপি রাজ্য সভাপতির ‘ঘনিষ্ঠ ‘ বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্তে রাজ্যের বিজেপি নেতা তথা সাংসদ বান্দি সঞ্জয় কুমারের নাম উঠে এসেছে বলে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রীর সফর ভেস্তে দিতেই রাজ্য বিজেপির সভাপতিকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version