Sunday, August 24, 2025

মিলল না জামিন (Bail)। বৃহস্পতিবারও ধোপে টিকল না কোনও যুক্তিই। ফের জেল হেফাজতের (Jail Custody) মেয়াদ বাড়ল নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh), তাপস মণ্ডল (Tapas Mondal) ও নীলাদ্রি ঘোষের (Niladri Ghosh)। এদিন ৩ জনকেই ১৪ দিনের জেল হেফাজতের (Jail Custody) নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ আদালত। জানা গিয়েছে, আগামী ২০ এপ্রিল ফের তিনজনকে আদালতে পেশ করা হবে। ফলে বাংলা নববর্ষ (Bengali New Year) কার্যত জেলের গরাদেই কাটবে নিয়োগ দুর্নীতিতে ধৃত ৩ জনের।

তবে এদিন আলিপুরের বিশেষ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানান, নিয়োগের পরীক্ষায় অন্যায়ভাবে নম্বর বাড়াতে আলাদা আলাদা টাকা নিয়েছেন কুন্তল, তাপস ও নীলাদ্রিরা। বৃহস্পতিবার জেল হেফাজত শেষের কারণে নিয়োগ দুর্নীতিতে ধৃত তিনজনকেই আদালতে তোলা হয়। তবে এদিন বিচারক কেস ডায়েরি (Case Diary) দেখতে চান। কেস ডায়েরির একটি পাতা উল্লেখ করে তদন্তকারী আধিকারিককে তিনি তা পড়তেও বলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী এদিন আদালতে সাফ জানান, নম্বর বাড়ানোর জন্য আলাদা আলাদা টাকা নেওয়া হয়েছে। কুন্তল, নীলাদ্রি ও তাপসের জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। তবে এদিন সওয়াল জবাব শেষে ফের ওই তিনজনের জামিনের আর্জি খারিজ করে দেন বিচারক।

উল্লেখ্য, বৃহস্পতিবারই আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারককে চিঠি লিখে কুন্তল ঘোষ দাবি করেন তাঁকে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বলার জন্য জোর করা হচ্ছে। এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি দাসকে। আর আদালতে প্রবেশের মুখে কুন্তল ও তাপসের কাছে প্রভাবশালীদের নাম জানতে চান সাংবাদিকরা। জবাবে পুলিশের ভ্যান থেকে নামার সময় সাংবাদিকদের  তাপস মণ্ডল বলেন, ওর কাছেই নতুন নাম শুনুন। পরে ফের একই প্রশ্নে তাপস বলেন, ‘কুন্তল, কুন্তল’। আর তাপসের এমন মন্তব্যের কিছু সময় পরেই মুখ খোলেন কুন্তল।

 

 

 

 

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-ক পারফরম্যামন্স নিয়ে গর্বিত অভিষেক, দিলের শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version