Sunday, November 16, 2025

রাজভবনে রিপোর্ট দিতে হবে উপাচার্যদের, নির্দেশিকা জারি রাজ্যপালের

Date:

রাজভবনকে(Raj bhavan) রিপোর্ট দিতে হবে রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয়কে (University)। এমনটাই নির্দেশিকা জারি করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস(CV Anand Bose)। তাঁর এই নির্দেশিকাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। জানা গিয়েছে রাজভবনের তরফে সমস্ত উপাচার্যদের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, কোনও রকম আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে উপাচার্যরা রাজভবনের অনুমতি নেবেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কাজকর্মের রিপোর্ট জমা দেবেন রাজভবনে। প্রতি সপ্তাহে জমা দিতে হবে এই রিপোর্ট।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে রাজভবনকে সে বিষয়ে জানাতে হবে। এমনকি সরাসরি রাজভবনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন উপাচার্যরা। নিয়ম অনুযায়ী এতদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা যোগাযোগ করতেন শিক্ষা দফতরের সঙ্গে তাঁদের নিয়োগ থেকে বদলি সবটাই রাজ্যের সুপারিশ মেনে করেন রাজ্যপাল। তবে রাজ্যপালের নির্দেশ মানার অর্থ, উপাচার্যদের কাজকর্মের নিয়ন্ত্রণ সরাসরি চলে যাবে রাজভবনের হাতে। তবে এই বিষয়টিকে শিক্ষা দফতর আদৌ সহজভাবে গ্রহণ করবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, রাজভবনে প্রবেশের পর থেকে এ পর্যন্ত রাজ্যের শিক্ষা দফতরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার বার্তাই দিয়ে আসছিলেন সি ভি আনন্দ বোস। এমনকী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) পাশে বসিয়ে সমন্বয় সাধন করে চলার বার্তাও দিয়েছিলেন। রাজ্যপালের স্পষ্ট বক্তব্য ছিল, “শিক্ষার ক্ষেত্রে কোনও দ্বন্দ্ব নয়। বাংলা নিজের শিক্ষা, সংস্কৃতির জন্য বিখ্যাত। আমাদের সকলকে সেই জায়গা ধরে রাখতে হবে।” রাজভবনের নয়া বিজ্ঞপ্তিতে কিন্তু সেই সমন্বয় ভুলে দ্বন্দ্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Related articles

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...
Exit mobile version