শনিবার আলিপুরদুয়ারে বিশাল সমাবেশ অভিষেকের, কর্মী-সমর্থদের তুমুল উদ্দীপনা

আলিপুরদুয়ারের বাবুরহাট খেলার মাঠে বিশাল জনসভা তাঁর। ১১ মার্চ এই জনসভা হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় দিন পিছিয়ে দেওয়া হয়।

হয়ত আগামী মাসের শেষেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। দলীয় নেতা-কর্মীদের উজ্জিবিত করতে উত্তরবঙ্গে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার, আলিপুরদুয়ার (Alipuduwar) যাচ্ছেন তিনি। তৃণমূল সূত্রে খবর সেখান থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আলিপুরদুয়ারের বাবুরহাট খেলার মাঠে বিশাল জনসভা তাঁর। ১১ মার্চ এই জনসভা হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় দিন পিছিয়ে দেওয়া হয়।

গত বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলাতে একটি আসনেও জেতেনি তৃণমূল। তবে, কিছুদিন আগেই বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এবার উত্তরবঙ্গের এই জেলায় বেশি নজর শাসকদলের। যেখানে পদ্মশিবিরের পালে হাওয়া লেগেছিল, সেখানেই তাদের ভিত নড়িয়ে দিয়ে জোড়াফুল ফোটাতে চান অভিষেক। তাঁর সভা ঘিরে তৃণমূলের কর্মী-সমর্থকদের উৎসাহ তুঙ্গে।