Friday, November 7, 2025

আজ সন্ধ্যায় আইপিএল-এ মহারণ, মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস

Date:

আজ সন্ধ্যায় আইপিএল-এ মহারণ। শনিবাসরীয় সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি দুই হেভিওয়েট দল মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। দু’টি দলেরই এবারের আইপিএলে শুরুটা ভাল হয়নি। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই এবং চার বারের চ্যাম্পিয়ন সিএসকে তাদের প্রথম ম্যাচেই হেরেছে। তবে মহেন্দ্র সিং ধোনির দল পরের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে ঘুরে দাঁড়ালেও রোহিত শর্মারা তাঁদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন শনিবারই। তাই সিএসকে-কে হারিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচে মুম্বইয়ের টপ অর্ডার ব্যর্থ হয়েছে। মিডল অর্ডারে তিলক ভার্মার ৮৪ রান ছাড়া বাকিদের তেমন কোনও অবদানই ছিল না। চেন্নাইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়েতে ঘরের মাঠে ব্যাটিং ইউনিটকে সফল দেখতে চান অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলিদের বিরুদ্ধে মুম্বইয়ের বোলাররাও সফল হননি। তাই জোফ্রা আর্চার, ক্যামেরুন গ্রিনদের পরীক্ষা ঋতুরাজ গায়কোয়াড, ডেভন কনওয়েদের বিরুদ্ধে।

সিএসকে-র ওপেনিং জুটি ছন্দে আছে।ঋতুরাজদের দ্রুত ডাগ আউটে ফিরিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখতে চায় মুম্বই। তবে মুম্বই শিবির অধিনায়ক রোহিতের ব্যাটে রান চায়। ঈশান কিষানের সঙ্গে ওপেনিং জুটি ক্লিক করলে স্কোরবোর্ডে বড় রান তোলার ক্ষেত্রে খুব একটা সমস্যায় পড়তে হবে না মুম্বইকে। রানে ফিরতে অনুশীলনে ধোনির ক্লাসে সময় কাটাতেও দেখা গিয়েছে ঈশানকে। সিএসকে অধিনায়ক ধোনি নিজেকে ব্যাটিং অর্ডারে উপরে তুলে আনেন কি না, সেটাও দেখার। বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা রান পাচ্ছেন না। এই অবস্থায় আম্বাতি রায়ডু, শিবম দুবেদের আগে ধোনি নামলে অবাক হওয়ার নেই।

এদিকে উদ্বোধন করা হল ধোনির নামে ওয়াংখেড়ে স্টেডিয়ামের আসন। ফিতে কেটে উদ্বোধন করেন ধোনি নিজে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের পাঁচটি আসন সংরক্ষিত করা হল এমএস ধোনির নামে। এটি সেই স্থান যেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের শেষ বলে ছয় মেরে ভারতকে জিতিয়েছিলেন ধোনি। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়কে মাথায় রেখেই এই সম্মানে সম্মানিত করা হল মাহিকে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version