Saturday, August 23, 2025

“নন্দীগ্রামে অন্য বিজেপি”, শুভেন্দুকে নিশানা করে দল ছাড়লেন আদি বিজেপির দাপুটে নেতা

Date:

বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামেই এবার বিজেপিতে বড়সড় ভাঙন। নন্দীগ্রাম-৪ মণ্ডলের সভাপতি চন্দ্রকান্ত মণ্ডল এবং তাঁর অনুগামীরা দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি ছাড়ল। দল ছাড়ার কারণ হিসেবে চন্দ্রকান্তবাবু একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে নন্দীগ্রামে “অন্য বিজেপি” রয়েছে। ক্ষোভের কথা জানিয়ে আজ, শনিবার দলের জেলা কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন চন্দ্রকান্ত। খুব স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতার কেন্দ্রে দলীয় সংগঠনে ভাঙনের পঞ্চায়েতের আগে নন্দীগ্রামে গেরুয়া শিবিরের জন্য অশনি সঙ্কেত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নন্দীগ্রাম-২ ব্লকের দাপুটে নেতা চন্দ্রকান্ত মণ্ডল এলাকায় আদি বিজেপি বলেই পরিচিত। একুশের বিধানসভা ভোটেও দলের প্রতি তাঁর বিরাট অবদান ছিল। এলাকায় দক্ষ সংগঠক বলে পরিচিত সেই চন্দ্রকান্ত এবার অভিযোগ করছেন, নন্দীগ্রামে এখন রাজত্ব করছে “অন্য বিজেপি”। চন্দ্রকান্তবাবুর কথায়, “আমি দীর্ঘ দিন ধরে বিজেপির সঙ্গে রয়েছি। আমার বাবাও বিজেপির সদস্য দীর্ঘ দিনের। কিন্তু বর্তমানে নন্দীগ্রামে অন্য বিজেপিকে দেখছি। এখানে চরম অরাজকতা চলছে। তাই আমি ও আমার সঙ্গীরা দল থেকে পদত্যাগ করছি।”

নন্দীগ্রামে বিজেপির এই অভ্যন্তরীণ কোন্দলকে হাতিয়ার করে ময়দানে নেমেছে তৃণমূল। নন্দীগ্রামের-১ ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ এই ঘটনায় শুভেন্দু অধিকারীকেই নিশানা করেছেন। তাঁর দাবি, “শুভেন্দু অধিকারী এক সময় তৃণমূলে থাকাকালীন নন্দীগ্রামে একচেটিয়া শাসন কায়েম করেছিলেন। এখন বিজেপিতে গিয়েও তিনি সেই একই কায়দায় রাজনীতি করছেন। তাই যাঁরা বিজেপির আদি নেতা, তাঁদের দমবন্ধ অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। চার দিকে দলবদলুরাই দাপিয়ে বেড়াচ্ছে।” বিজেপির পদত্যাগীদের তৃণমূলে নেওয়া হবে কি না, সে বিষয়ে রাজ্য নেতৃত্বর উপর ছেড়ে দিয়েছেন বাপ্পাদিত্য।

আরও পড়ুন- ‘দেখে নেব! পুলিশকে হু.মকি খেজুরির বিজেপি বিধায়কের

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version