Wednesday, December 17, 2025

“নন্দীগ্রামে অন্য বিজেপি”, শুভেন্দুকে নিশানা করে দল ছাড়লেন আদি বিজেপির দাপুটে নেতা

Date:

Share post:

বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামেই এবার বিজেপিতে বড়সড় ভাঙন। নন্দীগ্রাম-৪ মণ্ডলের সভাপতি চন্দ্রকান্ত মণ্ডল এবং তাঁর অনুগামীরা দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি ছাড়ল। দল ছাড়ার কারণ হিসেবে চন্দ্রকান্তবাবু একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে নন্দীগ্রামে “অন্য বিজেপি” রয়েছে। ক্ষোভের কথা জানিয়ে আজ, শনিবার দলের জেলা কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন চন্দ্রকান্ত। খুব স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতার কেন্দ্রে দলীয় সংগঠনে ভাঙনের পঞ্চায়েতের আগে নন্দীগ্রামে গেরুয়া শিবিরের জন্য অশনি সঙ্কেত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নন্দীগ্রাম-২ ব্লকের দাপুটে নেতা চন্দ্রকান্ত মণ্ডল এলাকায় আদি বিজেপি বলেই পরিচিত। একুশের বিধানসভা ভোটেও দলের প্রতি তাঁর বিরাট অবদান ছিল। এলাকায় দক্ষ সংগঠক বলে পরিচিত সেই চন্দ্রকান্ত এবার অভিযোগ করছেন, নন্দীগ্রামে এখন রাজত্ব করছে “অন্য বিজেপি”। চন্দ্রকান্তবাবুর কথায়, “আমি দীর্ঘ দিন ধরে বিজেপির সঙ্গে রয়েছি। আমার বাবাও বিজেপির সদস্য দীর্ঘ দিনের। কিন্তু বর্তমানে নন্দীগ্রামে অন্য বিজেপিকে দেখছি। এখানে চরম অরাজকতা চলছে। তাই আমি ও আমার সঙ্গীরা দল থেকে পদত্যাগ করছি।”

নন্দীগ্রামে বিজেপির এই অভ্যন্তরীণ কোন্দলকে হাতিয়ার করে ময়দানে নেমেছে তৃণমূল। নন্দীগ্রামের-১ ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ এই ঘটনায় শুভেন্দু অধিকারীকেই নিশানা করেছেন। তাঁর দাবি, “শুভেন্দু অধিকারী এক সময় তৃণমূলে থাকাকালীন নন্দীগ্রামে একচেটিয়া শাসন কায়েম করেছিলেন। এখন বিজেপিতে গিয়েও তিনি সেই একই কায়দায় রাজনীতি করছেন। তাই যাঁরা বিজেপির আদি নেতা, তাঁদের দমবন্ধ অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। চার দিকে দলবদলুরাই দাপিয়ে বেড়াচ্ছে।” বিজেপির পদত্যাগীদের তৃণমূলে নেওয়া হবে কি না, সে বিষয়ে রাজ্য নেতৃত্বর উপর ছেড়ে দিয়েছেন বাপ্পাদিত্য।

আরও পড়ুন- ‘দেখে নেব! পুলিশকে হু.মকি খেজুরির বিজেপি বিধায়কের

 

spot_img

Related articles

যুবভারতী কাণ্ডে বাড়ল সিটের সদস্যসংখ্যা, ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক টিম

লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরে যেভাবে যুবভারতীতে বিশৃঙ্খলা হয়েছে তার তদন্তে আগেই SIT গঠন করা হয়েছে। এবার...

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনী মৃত্যু! গত তিনমাসে মৃত ৩ রয়্যাল বেঙ্গল

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর (Tigress) মৃত্যু। বুধবার সকালে একটি  সাব অ্যাডাল্ট রয়্যাল বেঙ্গল বাঘিনীর  মৃত্যু হয়। এই নিয়ে...

ঘাটাল মাস্টার প্ল্যানে অগ্রগতি, শিলাবতী ও কাটান খালে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। দীর্ঘদিন আটকে থাকা এই...

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...