Saturday, May 3, 2025

কুন্তল যোগ! এবার নিয়োগ দুর্নী*তিতে প্রকাশ্যে রায়গঞ্জের স্কুল শিক্ষকের নাম

Date:

Share post:

এবার উত্তর দিনাজপুর জেলায় নিয়োগ দুর্নীতি ও কুন্তল ঘোষ যোগের চাঞ্চল্যকর এল তথ্য প্রকাশ্যে।কুন্তল ঘোষকে জেরার পর ইডির চার্জশিট পেশ করেছে। সেখানে  শিক্ষক তথা রায়গঞ্জের সমাজকর্মী গৌতম তান্তিয়ার নাম প্রকাশ্যে এসেছে। আর এই নাম সামনে আসতেই দুর্নীতি নিয়ে সরব বিজেপি। যদিও সমস্তটাই অস্বীকার করেছেন অভিযুক্ত গৌতম তান্তিয়া।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থার তদন্তে রোজই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।কে এই গৌতম তান্তিয়া ? রায়গঞ্জের স্কুল শিক্ষক তথা রায়গঞ্জের এক পশুপ্রেমী সংগঠনের সম্পাদক তিনি। ইডির দাবি, নিয়োগ দুর্নীতিতে কুন্তলকে জেরা করে যে এজেন্টদের নাম সামনে এসেছে তাদের মধ্যে নাম রয়েছে গৌতম তান্তিয়ার। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেছেন, ”এই সরকারের আমলে শিক্ষকরাও দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ছে।কুন্তলকে জেরা করে এই জেলায় শুধু গৌতম তান্তিয়ার নাম উঠে আসলেও এমন আরও অনেক গৌতম তান্তিয়া এই জেলায় রয়েছে। সঠিক তদন্ত হলে তাদের নামও বেরিয়ে আসবে।”

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই তালিকাটি একেবারেই ভুয়ো বলে দাবি করেছেন অভিযুক্ত গৌতম তান্তিয়া। তাঁর কাছে ইডির তরফ থেকে কোনও রকম নোটিশ আসেনি বলে জানান তিনি। গৌতম তান্তিয়ার দাবি, তিনি কুন্তল ঘোষকে চেনেন না। তবে এই দুর্নীতির বিষয় নিয়ে যদি গৌতম তান্তিয়াকে ইডি তলব করে, তবে তিনি কেন্দ্রীয় সংস্থাকে তদন্তে সবরকম সাহায্য করবেন বলে জানান।

প্রসঙ্গত, আদালতে জমা দেওয়া ইডি-এর চার্জশিটে অভিযোগ আনা হয়েছে, ধৃত কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটি টাকারও বেশি টাকা রোজগার করেছেন। টাকার বিনিময়ে চাকরি বিক্রির জন্য হয়েছে কোটি কোটি টাকা লেনদেন। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গোয়েন্দারা ‘ঘোষবাবু’ ওরফে কুন্তল ঘোষের নাম প্রথম জানতে পারেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে। বেশ কয়েকজনকে নিয়োগের জন্য কুন্তলের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাপস মণ্ডল বলে ইডির চার্জশিটে দাবি করা হয়েছে।বিশ্বস্ত সূত্রে খবর, কুন্তল ঘোষের মিডলম্যান হিসেবে নাকি কাজ করতেন গৌতম। যদিও তাঁর দাবি, কীভাবে ইডির নথিতে নাম এল তা জানা নেই।

 

spot_img

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...