Friday, August 22, 2025

কুন্তল যোগ! এবার নিয়োগ দুর্নী*তিতে প্রকাশ্যে রায়গঞ্জের স্কুল শিক্ষকের নাম

Date:

এবার উত্তর দিনাজপুর জেলায় নিয়োগ দুর্নীতি ও কুন্তল ঘোষ যোগের চাঞ্চল্যকর এল তথ্য প্রকাশ্যে।কুন্তল ঘোষকে জেরার পর ইডির চার্জশিট পেশ করেছে। সেখানে  শিক্ষক তথা রায়গঞ্জের সমাজকর্মী গৌতম তান্তিয়ার নাম প্রকাশ্যে এসেছে। আর এই নাম সামনে আসতেই দুর্নীতি নিয়ে সরব বিজেপি। যদিও সমস্তটাই অস্বীকার করেছেন অভিযুক্ত গৌতম তান্তিয়া।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থার তদন্তে রোজই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।কে এই গৌতম তান্তিয়া ? রায়গঞ্জের স্কুল শিক্ষক তথা রায়গঞ্জের এক পশুপ্রেমী সংগঠনের সম্পাদক তিনি। ইডির দাবি, নিয়োগ দুর্নীতিতে কুন্তলকে জেরা করে যে এজেন্টদের নাম সামনে এসেছে তাদের মধ্যে নাম রয়েছে গৌতম তান্তিয়ার। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেছেন, ”এই সরকারের আমলে শিক্ষকরাও দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ছে।কুন্তলকে জেরা করে এই জেলায় শুধু গৌতম তান্তিয়ার নাম উঠে আসলেও এমন আরও অনেক গৌতম তান্তিয়া এই জেলায় রয়েছে। সঠিক তদন্ত হলে তাদের নামও বেরিয়ে আসবে।”

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই তালিকাটি একেবারেই ভুয়ো বলে দাবি করেছেন অভিযুক্ত গৌতম তান্তিয়া। তাঁর কাছে ইডির তরফ থেকে কোনও রকম নোটিশ আসেনি বলে জানান তিনি। গৌতম তান্তিয়ার দাবি, তিনি কুন্তল ঘোষকে চেনেন না। তবে এই দুর্নীতির বিষয় নিয়ে যদি গৌতম তান্তিয়াকে ইডি তলব করে, তবে তিনি কেন্দ্রীয় সংস্থাকে তদন্তে সবরকম সাহায্য করবেন বলে জানান।

প্রসঙ্গত, আদালতে জমা দেওয়া ইডি-এর চার্জশিটে অভিযোগ আনা হয়েছে, ধৃত কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটি টাকারও বেশি টাকা রোজগার করেছেন। টাকার বিনিময়ে চাকরি বিক্রির জন্য হয়েছে কোটি কোটি টাকা লেনদেন। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গোয়েন্দারা ‘ঘোষবাবু’ ওরফে কুন্তল ঘোষের নাম প্রথম জানতে পারেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে। বেশ কয়েকজনকে নিয়োগের জন্য কুন্তলের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাপস মণ্ডল বলে ইডির চার্জশিটে দাবি করা হয়েছে।বিশ্বস্ত সূত্রে খবর, কুন্তল ঘোষের মিডলম্যান হিসেবে নাকি কাজ করতেন গৌতম। যদিও তাঁর দাবি, কীভাবে ইডির নথিতে নাম এল তা জানা নেই।

 

Related articles

DHFC-র হাত ধরে বাংলায় ডুরান্ড আসুক, চাইছেন সঞ্জয়

মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই। কিন্তু ডুরান্ড ফাইনাল ঘিরে বাংলা জুড়ে হৈচৈ। হবে নাই বা কেন, অভিষেক হওয়া ডায়মন্ডহারবার এফসিকে(DHFC)...

কেরালায় ‘গণধর্ষণে’র শিকার মহেশতলার তরুণী, সাহায্যে টিম পাঠালেন সাংসদ অভিষেক

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...
Exit mobile version