Sunday, May 4, 2025

কুন্তল যোগ! এবার নিয়োগ দুর্নী*তিতে প্রকাশ্যে রায়গঞ্জের স্কুল শিক্ষকের নাম

Date:

এবার উত্তর দিনাজপুর জেলায় নিয়োগ দুর্নীতি ও কুন্তল ঘোষ যোগের চাঞ্চল্যকর এল তথ্য প্রকাশ্যে।কুন্তল ঘোষকে জেরার পর ইডির চার্জশিট পেশ করেছে। সেখানে  শিক্ষক তথা রায়গঞ্জের সমাজকর্মী গৌতম তান্তিয়ার নাম প্রকাশ্যে এসেছে। আর এই নাম সামনে আসতেই দুর্নীতি নিয়ে সরব বিজেপি। যদিও সমস্তটাই অস্বীকার করেছেন অভিযুক্ত গৌতম তান্তিয়া।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থার তদন্তে রোজই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।কে এই গৌতম তান্তিয়া ? রায়গঞ্জের স্কুল শিক্ষক তথা রায়গঞ্জের এক পশুপ্রেমী সংগঠনের সম্পাদক তিনি। ইডির দাবি, নিয়োগ দুর্নীতিতে কুন্তলকে জেরা করে যে এজেন্টদের নাম সামনে এসেছে তাদের মধ্যে নাম রয়েছে গৌতম তান্তিয়ার। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেছেন, ”এই সরকারের আমলে শিক্ষকরাও দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ছে।কুন্তলকে জেরা করে এই জেলায় শুধু গৌতম তান্তিয়ার নাম উঠে আসলেও এমন আরও অনেক গৌতম তান্তিয়া এই জেলায় রয়েছে। সঠিক তদন্ত হলে তাদের নামও বেরিয়ে আসবে।”

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই তালিকাটি একেবারেই ভুয়ো বলে দাবি করেছেন অভিযুক্ত গৌতম তান্তিয়া। তাঁর কাছে ইডির তরফ থেকে কোনও রকম নোটিশ আসেনি বলে জানান তিনি। গৌতম তান্তিয়ার দাবি, তিনি কুন্তল ঘোষকে চেনেন না। তবে এই দুর্নীতির বিষয় নিয়ে যদি গৌতম তান্তিয়াকে ইডি তলব করে, তবে তিনি কেন্দ্রীয় সংস্থাকে তদন্তে সবরকম সাহায্য করবেন বলে জানান।

প্রসঙ্গত, আদালতে জমা দেওয়া ইডি-এর চার্জশিটে অভিযোগ আনা হয়েছে, ধৃত কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটি টাকারও বেশি টাকা রোজগার করেছেন। টাকার বিনিময়ে চাকরি বিক্রির জন্য হয়েছে কোটি কোটি টাকা লেনদেন। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গোয়েন্দারা ‘ঘোষবাবু’ ওরফে কুন্তল ঘোষের নাম প্রথম জানতে পারেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে। বেশ কয়েকজনকে নিয়োগের জন্য কুন্তলের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাপস মণ্ডল বলে ইডির চার্জশিটে দাবি করা হয়েছে।বিশ্বস্ত সূত্রে খবর, কুন্তল ঘোষের মিডলম্যান হিসেবে নাকি কাজ করতেন গৌতম। যদিও তাঁর দাবি, কীভাবে ইডির নথিতে নাম এল তা জানা নেই।

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version