Monday, January 26, 2026

পাওয়ার লোভী, ব্যক্তিস্বার্থ চরিতার্থে আদানির জয়গান: ছবি ফাঁস কংগ্রেসের

Date:

Share post:

একদিকে যখন আদানি ইস্যুতে সংসদের ভিতরে ও বাইরে সরব কংগ্রেস(Congress) সহ বিরোধীরা। ঠিক সেই সময় বিজেপির সুরে আদানির পাশে দাঁড়াতে দেখা গিয়েছে মহারাষ্ট্রে(Maharastra) কংগ্রেসের জোটসঙ্গী এনসিপি প্রধান শরদ পাওয়ারকে(Sharad Pawar)। এহেন পরিস্থিতির মাঝেই এবার এনসিপি(NCP) প্রধানকে তীব্র ভাষায় আক্রমণ শানালো কংগ্রেস। পাওয়ারকে ব্যক্তিস্বার্থ ‘চরিতার্থকারী লোভী’ বলে কটাক্ষ করে আদানির সঙ্গে শরদের সুসম্পর্কের এক ছবি প্রকাশ্যে আনা হল।

রবিবার আদানি ইস্যুতে শরদ পাওয়ারকে তীব্র আক্রমণ শানান কংগ্রেস নেত্রী অল্কা লম্বা। আদানির সঙ্গে শরদ পাওয়ারের পুরানো এক ছবি টুইটারে পোস্ট করে তিনি লেখেন, “ভীতু-লোভীরা আজ ব্যক্তিগত স্বার্থে স্বৈরাচারী ক্ষমতাবানদের জয়গান গাইছে। দেশের মানুষের লড়াই একা রাহুল গান্ধী লড়ছেন। যেমন তিনি পুঁজিবাদী চোরদের সঙ্গে লড়াই করছেন, তেমনই চোরদের রক্ষাকারী প্রহরীর সাথেও লড়ছেন।” বলার অপেক্ষা রাখে মহারাষ্ট্রে কংগ্রেসের ৩৫ বছরের জোটসঙ্গীকে এভাবে আক্রমণে রীতিমতো তপ্ত হয়ে উঠল মারাঠাভূমি। এদিকে এই দ্বন্দ্বের ফায়দা নিতে মাঠে নামতে দেখা গেল বিজেপিকে।

 

শরদ পাওয়ারের পক্ষ নিয়ে এদিন টুইট করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। তিনি লেখেন, “রাজনীতি আসবে এবং যাবে তবে একজন কংগ্রেস নেতার এই টুইটটি ভয়ঙ্কর। দীর্ঘ ৩৫ বছরের জোটসঙ্গী এবং ভারতের অন্যতম প্রবীণ রাজনৈতিক নেতা তথা মহারাষ্ট্রের চার বারের মুখ্যমন্ত্রীকে এহেন মন্তব্য ভয়ঙ্কর। রাহুল গান্ধী ভারতের রাজনৈতিক সংস্কৃতিকে বিকৃত করছেন।” যদিও অল্কা পরে জানান, শরদ পাওয়ারকে নিয়ে তার মন্তব্য ব্যক্তিগত। এটা কংগ্রেসের মত নয়।

উল্লেখ্য, আদানি ইস্যুতে শনিবার শরদ পাওয়ার মন্তব্য করেন, “আমি মনে করি হিন্ডেলবার্গ রিপোর্টে আদানিদের উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অভিযুক্ত করা হয়েছে। ওদের টার্গেট করা হয়েছে। আমার মনে হয় না জেপিসির কোনও প্রয়োজনীয়তা রয়েছে, বিশেষ করে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরে তো নয়ই। কংগ্রেস কী কারণে জেপিসি চাইছে, আমার কাছে তা স্পষ্ট নয়। শুধু এটুকু জানি, জেপিসি হলে কোনও দিনই সত্যিটা জানা যাবে না, শুধু মাসের পর মাস সময় চলে যাবে। হয়তো কংগ্রেস বিষয়টাকে জিইয়ে রাখতে চায়। আর আমি মনে করি আদানি প্রসঙ্গকে প্রয়োজনের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। হিন্ডেলবার্গের নাম ক’জন জানত? তাদের রিপোর্টে হইচই পড়ে গেল, অথচ তা যে আমাদের জাতীয় অর্থনীতিতে আঘাত করল, আমাদের দেশের ক্ষতি হল, সেই বিষয়ে কেউ ভাবছে না।”

spot_img

Related articles

শ্যুমাখার ভক্তদের জন্য সুখবর, হুইলচেয়ারে বসছেন ফর্মুলা ওয়ানের রাজা

কয়েক দিন আগেই মৃত্যুর গুজব রটেছিল মাইকেল শ্যুমাখারের (Michael Schumacher)। তাঁর শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।...

আনন্দপুরে ভস্মীভূত দুই গুদাম! মৃত ৭, এখনও অবধি ২০ জনের নামে মিসিং ডায়রি

আনন্দপুরের কাছে নাজিরাবাদে দুটি বড় গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও কুড়ি জন।...

মন্দিরে প্রবেশাধিকারে বিতর্কিত ‘ফতোয়া’, কেদার-বদ্রী কমিটির সিদ্ধান্তে তুঙ্গে তরজা

প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী কেদারনাথ, বদ্রীনাথে যাত্রা করেন। তবে এবার সেই কেদার-বদ্রী অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করে দিচ্ছে।...

ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’-এ স্বাস্থ্য পরীক্ষা অভিষেক-পত্নী রুজিরার, ঘুরে দেখলেন দোতলা শিবির

শুধু মুখে বলা নয়, ডায়মন্ড হারবারকে (Diamond Harbour) সত্যিই আপন বলে মনে করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...