Monday, August 25, 2025

“সায়েন্টিফিক্যালি চুরি করত সিপিএম”, ফের শোভন তোপে বিদ্ধ বাম

Date:

চাকরি দুর্নীতি নিয়ে আরও একবার বামেদের(Left) তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক(TMC MLA) শোভনদেব চট্টোপাধ্যায়(Shovandev Chaterjee)। একইসঙ্গে নিজের দলকেও অস্বস্তিতে ফেললেন তিনি। শনিবার খড়দায়(Khardah) নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে শোভনদেব বলেন, “আমাদের লোকেরা হাত পেতে টাকা নিয়ে ধরা পড়েছে। আর সিপিএম সায়েন্টিফিক্যালি চুরি করত।”

বাম জমানার নিয়োগে অনিয়ম তুলে ধরে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন বলেন, “তৃণমূল সবাইকে দেখিয়ে দিয়েছে যে, সিপিএমের আমলে কেমন করে, প্রতিটি দফতরে কীভাবে দুর্নীতি হয়েছে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে, পাবলিক সার্ভিস কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের দলের লোককে সব ঢুকিয়ে দিয়েছে। আপনি বলবেন পয়সা তো নেয়নি। হ্যাঁ, নিয়েছে। কীভাবে নিয়েছে, বুঝিয়ে দিন। ওরা চুরিটা খুব সায়েন্টিফিক্যালি করে। কীরকম? আমাদের লোকেরা হাত পেতে টাকা নিয়ে নিয়েছে। যারা নিয়েছে, তারা ধরা পড়ুক, জেলে যাক। ওরা বলছে, এই যে তোকে চাকরিটা দিলাম, সারা জীবন যখন তুই চাকরি করবি, মাসে মাসে এত কমিশন পার্টি অফিসে দিতে হবে।…হিসেব করে দেখবেন তো, মোট বছরে ১২টা মাস। ইনটু এত বছরের সার্ভিস, যোগ করলে কত হয়? টেকনিক্যাল চোর এরা। খুব ভাল চোর। টেকনিক্যাল চোর।”

অবশ্য বাম জমানার দুর্নীতি নিয়ে এর আগেও সরব হয়েছিলেন শোভন। সম্প্রতি বামেদের তোপ দেগে তাঁকে বলতে শোনা যায়, “প্রয়োজনীয় নম্বর না থাকা সত্ত্বেও পলিটেকনিক কলেজে অন্তত ২০০ অধ্যাপককে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে সিপিএমের আমলে।”

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version