Wednesday, January 14, 2026

এবার EMI -তে মিলবে আলফানসো আম!

Date:

Share post:

বৈশাখ আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগে থেকেই গরমের আমেজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন বাঙালি । আর গ্রীষ্মকাল মানেই আমের সিজন (Mango Season), তবে দামের কথা ভেবে আগে থেকেই পকেট সামলাচ্ছে মধ্যবিত্ত। আসলে অসামান্য স্বাদের জন্য দেশজোড়া খ্যাতি পাওয়া আলফানসো (Alphonso Mango) আম যে সস্তায় মেলে না সেটা আর নতুন কিছু নয়। কিন্তু এই আম এবার ইএমআই- এর সুবিধা ব্যবহার করে পেতে পারেন আপনি।

এতদিন পর্যন্ত ইলেকট্রনিক্স জিনিসের ক্ষেত্রেই EMI সুবিধা পেতে অভ্যস্ত ছিল বাঙালি। তবে এবার সাধের আমের স্বাদ পেতে কিস্তিতেই বাজিমাত করতে পারবেন আপনি। তারই সুযোগ দিচ্ছেন গৌরব সানাস (Gaurav Sanas) নামে পুণের এক ব্যবসায়ী। মূলত মহারাষ্ট্রের দেবগড় ও রত্নগিরিতে আলফানসোর চাষ হয়। যেহেতু এই আমের উৎপাদন খুব কম, তাই একদিকে যেমন দাম চড়া, তেমনই যোগানও সব সময় থাকেনা। বাজারে আলফানসোর পেটির দিকে তাকিয়ে ঢোঁক গিলতে হয় বটে। আলফানসোর দাম বাজারে ৮০০ থেকে ১৩০০ টাকা অবধি পর্যন্ত হয়। তাই স্বাভাবিক ভাবেই সেটা মধ্যবিত্তের নাগালের বাইরেই থেকে যায় বেশিরভাগ সময়। গৌরব অবশ্য সারা দেশের মানুষ যেন এই আমের স্বাদ পেতে পারেন সেই লক্ষ্যে EMI-এর মাধ্যমে ফল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। ইএমআইয়ে যেভাবে কেউ মোবাইল ফোন কিংবা অন্য কিছু কেনেন, ঠিক সেভাবেই কিনতে পারবেন আমও।তবে এই সুবিধা পেতে গেলে ক্রেডিট কার্ড থাকতে হবে আপনার । এরপরই ক্রয়মূল্য ৩, ৬ বা ১২ মাসের কিস্তিতে ভাগ হয়ে যাবে। তবে কমপক্ষে ৫ হাজার টাকার আলফানসো আম কিনলে তবে মিলবে এই EMI সুবিধা। ফলের ব্যবসার সঙ্গে যুক্ত সনস অব গুরুকৃপা ট্রেডার্স অ্যান্ড ফ্রুট প্রোডাক্টসের এই পদক্ষেপ যে ভবিষ্যতে বাকিরাও অনুসরণ করতে চলেছেন তা নিয়ে আশাবাদী গৌরব।

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...