Monday, August 25, 2025

এবার EMI -তে মিলবে আলফানসো আম!

Date:

Share post:

বৈশাখ আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগে থেকেই গরমের আমেজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন বাঙালি । আর গ্রীষ্মকাল মানেই আমের সিজন (Mango Season), তবে দামের কথা ভেবে আগে থেকেই পকেট সামলাচ্ছে মধ্যবিত্ত। আসলে অসামান্য স্বাদের জন্য দেশজোড়া খ্যাতি পাওয়া আলফানসো (Alphonso Mango) আম যে সস্তায় মেলে না সেটা আর নতুন কিছু নয়। কিন্তু এই আম এবার ইএমআই- এর সুবিধা ব্যবহার করে পেতে পারেন আপনি।

এতদিন পর্যন্ত ইলেকট্রনিক্স জিনিসের ক্ষেত্রেই EMI সুবিধা পেতে অভ্যস্ত ছিল বাঙালি। তবে এবার সাধের আমের স্বাদ পেতে কিস্তিতেই বাজিমাত করতে পারবেন আপনি। তারই সুযোগ দিচ্ছেন গৌরব সানাস (Gaurav Sanas) নামে পুণের এক ব্যবসায়ী। মূলত মহারাষ্ট্রের দেবগড় ও রত্নগিরিতে আলফানসোর চাষ হয়। যেহেতু এই আমের উৎপাদন খুব কম, তাই একদিকে যেমন দাম চড়া, তেমনই যোগানও সব সময় থাকেনা। বাজারে আলফানসোর পেটির দিকে তাকিয়ে ঢোঁক গিলতে হয় বটে। আলফানসোর দাম বাজারে ৮০০ থেকে ১৩০০ টাকা অবধি পর্যন্ত হয়। তাই স্বাভাবিক ভাবেই সেটা মধ্যবিত্তের নাগালের বাইরেই থেকে যায় বেশিরভাগ সময়। গৌরব অবশ্য সারা দেশের মানুষ যেন এই আমের স্বাদ পেতে পারেন সেই লক্ষ্যে EMI-এর মাধ্যমে ফল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। ইএমআইয়ে যেভাবে কেউ মোবাইল ফোন কিংবা অন্য কিছু কেনেন, ঠিক সেভাবেই কিনতে পারবেন আমও।তবে এই সুবিধা পেতে গেলে ক্রেডিট কার্ড থাকতে হবে আপনার । এরপরই ক্রয়মূল্য ৩, ৬ বা ১২ মাসের কিস্তিতে ভাগ হয়ে যাবে। তবে কমপক্ষে ৫ হাজার টাকার আলফানসো আম কিনলে তবে মিলবে এই EMI সুবিধা। ফলের ব্যবসার সঙ্গে যুক্ত সনস অব গুরুকৃপা ট্রেডার্স অ্যান্ড ফ্রুট প্রোডাক্টসের এই পদক্ষেপ যে ভবিষ্যতে বাকিরাও অনুসরণ করতে চলেছেন তা নিয়ে আশাবাদী গৌরব।

 

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...