Wednesday, November 5, 2025

জীবিত শিশুকে ডে*থ সার্টিফিকেট , ঘাটাল হাসপাতালে চা*ঞ্চল্য!

Date:

Share post:

জীবিত শিশুকে মৃ*ত বলে ঘোষণা, অভিযোগের আঙুল উঠল ঘাটালের সরকারি হাসপাতালের (Ghatal Division Super Specialty Hospital) দিকে। প্রায় আট ঘণ্টা প্লাস্টিকে মোড়া অবস্থায় থাকার পর শেষকৃত্য করতে গিয়ে দেখা যায় শিশুটি নড়ে উঠেছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ফিরিয়ে নিয়ে এসেও অবশ্য শেষরক্ষা হল না। এরপরেই বিক্ষোভে ফেটে পড়ে মৃত শিশুটির পরিবার। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের (Ghatal Division Super Specialty Hospital) বিরুদ্ধে অভিযোগে রাজনীতির রঙ লাগানোর চেষ্টা বিজেপির (BJP)। বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে অকারণ রাজনীতি নয়, স্পষ্ট বার্তা শান্তনু সেনের (Shantanu Sen)।

পরিবার সূত্রে জানা যায় শনিবার ভোরে প্রসব যন্ত্রণা নিয়ে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন মনলিশা খাতুন নামে রসকুন্ডুর এক গৃহবধূ। দুপুর দুটো নাগাদ তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। যদিও সেই শিশুটি প্রি ম্যাচিওর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর গতকাল বিকেল পাঁচটা নাগাদ শিশুটির মৃত্যু হয়েছে বলে জানানো হয় তাঁর পরিবারকে। পরিবারের অভিযোগ , সঠিক ভাবে পরীক্ষা না করেই মৃত স্ট্যাম্প দিয়ে পলিথিন প্লাস্টিকে প্যাকিং করে রাত নটা নাগাদ শিশুটিকে মৃত বলে পরিবারের হাতে তুলে দেন চিকিৎসক। শিশুটির শেষকৃত্যের সময় দেখা যায় বাচ্চাটির শ্বাস চলছে। এরপর হাসপাতালে নিয়ে এসেও কোনও লাভ হয়নি। এরপরেও কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে চিকিৎসকের নজিরবিহীন শাস্তির দাবি তুলে সরব হয়েছেন শিশুটির পরিবার। এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ” এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এটি একটি বিক্ষিপ্ত ঘটনা। মৃত্যুর পর অনেক ক্ষেত্রেই দেখা গেছে পেশি সঞ্চালন জনিত বিভ্রাটে নড়াচড়া লক্ষ্য করা যায়। এক্ষেত্রে সেই রকম কিছু হয়েছিল কিনা তা খতিয়ে দেখে রিপোর্ট না আসা পর্যন্ত মন্তব্য করা অনুচিত। ”

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...