Friday, December 5, 2025

পঞ্চায়েতে বিজেপির টার্গেট অনুব্রতহীন বীরভূম, চৈত্র সঙ্ক্রান্তিতে সিউড়িতে শাহি সভা

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে(Panchayet Election) মাথায় রেখে ইতিমধ্যেই কোমর কষতে শুরু করেছে শাসক-বিরোধী দুই পক্ষই। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গোটা রাজ্যে গেরুয়া শিবিরের সংগঠনের হাল বেহাল হলেও আসন্ন নির্বাচনে বিজেপির(BJP) অন্যতম টার্গেট বীরভূম(Birbhum)। অনুব্রতহীন এই জেলাকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়তে চাইছে গেরুয়া শিবির। যার জেরেই এবার পঞ্চায়েতের প্রচারে আনা হচ্ছে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Shah)। জানা গিয়েছে, চৈত্র সংক্রান্তি অর্থাৎ আগামী ১৪ এপ্রিল সিউড়িতে জনসভা করবেন অমিত শাহ।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, একাধিকবার বঙ্গ সফর বাতিল করার পর অবশেষে দুদিনের সফরে ১৪ এপ্রিল বাংলায় পা রাখছেন শাহ। ১৪ এপ্রিল বীরভূমের সিউড়িতে একটি সভা করবেন শাহ। রাতেই ফিরে আসবেন কলকাতায়। সেখানে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে একটি বৈঠক করবেন তিনি। ওই বৈঠকে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। তার পর ১৫ তারিখ সকালে শাহ যেতে পারেন দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে। পুজো দিয়েই অবশ্য ফিরে যাবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই দু’দিনের সফরকে ঘিরে বাংলা বিজেপিতে তাই সাজ সাজ রব।

এদিকে শাহের এই সফর প্রসঙ্গে রাজনৈতিক মহলের দাবি, আসন্ন পঞ্চায়েত হোক বা ২০২৪ সালের লোকসভা, অনুব্রতহীন বীরভূম বিজেপির এখন অন্যতম টার্গেট। বীরভূমে সংগঠন জোরদার করার লক্ষ্যেই মূলত শাহের বাংলায় আসা। সে ক্ষেত্রে, ১৪ তারিখ সিউড়িতে জনসভা না করে কর্মীসভা করতে পারেন তিনি। যদিও শাহের এই সভাকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ” বাংলায় যত মোদি শাহ সভা করবে তত বিজেপি হারবে।”

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...