Monday, November 10, 2025

পঞ্চায়েতে বিজেপির টার্গেট অনুব্রতহীন বীরভূম, চৈত্র সঙ্ক্রান্তিতে সিউড়িতে শাহি সভা

Date:

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে(Panchayet Election) মাথায় রেখে ইতিমধ্যেই কোমর কষতে শুরু করেছে শাসক-বিরোধী দুই পক্ষই। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গোটা রাজ্যে গেরুয়া শিবিরের সংগঠনের হাল বেহাল হলেও আসন্ন নির্বাচনে বিজেপির(BJP) অন্যতম টার্গেট বীরভূম(Birbhum)। অনুব্রতহীন এই জেলাকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়তে চাইছে গেরুয়া শিবির। যার জেরেই এবার পঞ্চায়েতের প্রচারে আনা হচ্ছে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Shah)। জানা গিয়েছে, চৈত্র সংক্রান্তি অর্থাৎ আগামী ১৪ এপ্রিল সিউড়িতে জনসভা করবেন অমিত শাহ।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, একাধিকবার বঙ্গ সফর বাতিল করার পর অবশেষে দুদিনের সফরে ১৪ এপ্রিল বাংলায় পা রাখছেন শাহ। ১৪ এপ্রিল বীরভূমের সিউড়িতে একটি সভা করবেন শাহ। রাতেই ফিরে আসবেন কলকাতায়। সেখানে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে একটি বৈঠক করবেন তিনি। ওই বৈঠকে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। তার পর ১৫ তারিখ সকালে শাহ যেতে পারেন দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে। পুজো দিয়েই অবশ্য ফিরে যাবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই দু’দিনের সফরকে ঘিরে বাংলা বিজেপিতে তাই সাজ সাজ রব।

এদিকে শাহের এই সফর প্রসঙ্গে রাজনৈতিক মহলের দাবি, আসন্ন পঞ্চায়েত হোক বা ২০২৪ সালের লোকসভা, অনুব্রতহীন বীরভূম বিজেপির এখন অন্যতম টার্গেট। বীরভূমে সংগঠন জোরদার করার লক্ষ্যেই মূলত শাহের বাংলায় আসা। সে ক্ষেত্রে, ১৪ তারিখ সিউড়িতে জনসভা না করে কর্মীসভা করতে পারেন তিনি। যদিও শাহের এই সভাকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ” বাংলায় যত মোদি শাহ সভা করবে তত বিজেপি হারবে।”

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version