Friday, August 22, 2025

মাঝ আকাশে বিমান সেবিকার হাত ধরে টান, তুমুল গোলমালে বিমান ফেরালেন পাইলট

Date:

পৌরানিক কাহিনিতে মেঘের মধ্যে যুদ্ধের কথা আছে। আছে পুষ্পক রথে যুদ্ধের কথা। একবিংশ শতকে ফাইটার প্লেনে (Fighter Jet) যুদ্ধ হয়। কিন্তু এবার বিমানের মধ্যেই যুযুধান দুপক্ষ। তার জেরে শেষে বিমান ফিরিয়ে আনতে হলেন পাইটলকে (Pilot)। ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে। মাঝ আকাশে দুই বিমানকর্মী ও এক যাত্রীর মধ্যে ঝগড়া এমন জায়গায় পৌঁছয় শেষে বিমান দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) ফিরিয়ে আনতে বাধ্য হন পাইলট। অভিযোগ দায়ের রয়েছে থানাতেও।

সোমবার সকালে লন্ডনের উদ্দেশে রওনা পরেই দিল্লি থেকে কিছু দূরে ওড়ার পরেই এক যাত্রীর সঙ্গে ও দুই বিমানকর্মী ঝগড়া বাধে। দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনতে বাধ্য হন পাইটল। ওই যাত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। London AI-111 নম্বর বিমানটি উড়ানের কিছু সময় পরই এক বিমানসেবিকার হাত ধরে টানাটানি করার অভিযোগ ওঠে ওই যাত্রীর বিরুদ্ধে। অন্যান্য কর্মীরা তাঁকে শান্ত করার চেষ্টা করতে শুরু করতেই বচসা বেঁধে যায়। পরে তা হাতাহাতিতে গড়ায়।

এয়ার ইন্ডিয়া (Air India) বিবৃতি অনুযায়ী, এক যাত্রীর দুর্ব্যবহারের জেরে বিমান অবতরণ করাতে বাধ্য হয়েছেন পাইলট। শুধু খারাপ ব্যবহারই নয়, ২ বিমানকর্মীকে মারধর করেছেন ওই যাত্রী- অভিযোগ বিমানবন্দর কর্তৃপক্ষের। সেই কারণেই পাইলট বিমাণ অবতরণ করা হয়। অভিযুক্ত যাত্রীকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এর জন্য এয়ার ইন্ডিয়ার তরফে যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে।

 

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version