Saturday, November 15, 2025

অ্যাম্বুল্যান্সই মিনি হাসপাতাল: রাজ্যে নয়া পরিষেবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

রোগী কল্যাণে নয়া দিগন্ত। মুমূর্ষ রোগীদের জীবন রক্ষা এবং পথ দুর্ঘটনায় প্রাণহানি সংখ্যা কমাতে আরও ৩০ টি অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স এলো রাজ্যে। গুরুতর অসুস্থ ও আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার আগে পর্যন্ত যাবতীয় চিকিৎসা পরিষেবা রয়েছে এই অ্যাম্বুলেন্সগুলিতে। জীবন দায়ী চিকিৎসার নানা উপকরণ। ভেন্টিলেটর বিশিষ্ট এই অ্যাম্বুলেন্সগুলিকে প্রায় এক একটি মিনি হাসপাতাল বলা চলে। সোমবার নবান্নের সামনে থেকে এই অ্যাম্বুলেন্সগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী বললেন, ‘এর আগে ৬২৫টিরও বেশি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে সাংসদদের টাকা থেকে। একটি হাসপাতালের আইসিইউতে যা যা সুবিধা থাকে, এই অ্যাম্বুলেন্সগুলিতেই থাকবে সেই সব পরিষেবা। মোট ৩০টি অ্যাম্বুলেন্সের পিছনে খরচ হয়েছে ১০ কোটি টাকা।’ অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ১৭৩টি কমিউনিটি সেন্টার চালু করা হচ্ছে বলেও জানান

কী কী আছে অ্যাম্বুল্যান্সগুলিতে?

• ট্রান্সপোর্ট ভেন্টিলেটর
• অক্সিজেন সাপোর্ট সিস্টেম
• পোর্টেবল সাকশন মেশিন
• মনিটর
• ডিফব্রিরিলেটার
• সিরিঞ্জ পাম্প
• স্পাইন বোর্ডস

*২৭টি জেলায় পরিষেবা দেবে এই অ্যাম্বুল্যান্সগুলি*। কলকাতা, নদিয়া ও উত্তর ২৪ পরগনা পাবে দু’টি করে অ্যাম্বুল্যান্স পাবে। বাকি সব জেলা একটি করে অ্যাম্বুল্যান্স পাবে।

অ্যাম্বুল্যান্স পরিষেবা উদ্বোধনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, কলকাতা পুলিশে কমিশনার, স্বাস্থ্যসচিবও।

আরও পড়ুন- সালকিয়ায় শান্তিমিছিল করতে গিয়ে আইনভেঙে অ.শান্তি ছড়াল বামেরা!

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version