Tuesday, December 16, 2025

আজ সুপার কাপের প্রথম ম‍্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ গোকুলাম কেরালা

Date:

আজ সুপার কাপের অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান। প্রথম ম‍্যাচে বাগানের প্রতিপক্ষ গোকুলাম কেরালা এফসি। ম‍্যাচ বাই ম‍‍্যাচ ভাবনায় বাগান কোচ জুয়ান ফেরান্দোর। প্রথম ম‍্যাচে জয়ই লক্ষ‍্য বাগান ব্রিগেডের। রবিবার সকালে কলকাতায় অনুশীলন করে দুপুরে কোচির বিমান ধরেন মোহনবাগান ফুটবলাররা।

বেঙ্গালুরু হয়ে রবিবার ফুটবলারদের কোঝিকোড়ের টিম হোটেলে পৌঁছতে বেশ রাত হয়ে যায়। অ্যাওয়ে গ্রাউন্ডে কোনও প্রস্তুতি ছাড়াই কয়েক ঘণ্টার ব্যবধানে ম্যাচ খেলতে হবে জুয়ান ফেরান্দোর ছেলেদের। যা কিছুটা হলেও ভাবাচ্ছে সবুজ-মেরুন শিবিরকে। তবে স্বস্তি দিয়ে কেরল-যাত্রার দিন সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনে নামেন সবুজ-মেরুনের গোলমেশিন অস্ট্রেলীয় তারকা দিমিত্রি পেত্রাতোস। মাঠে চুটিয়ে অনুশীলন করেন দিমিত্রি। প্রস্তুতিতে বোঝা গিয়েছে, তিনি ফিট। আশিক কুরুনিয়ান গত কয়েকদিন রিহ্যাব করলেও রবিবার সকালে দলের সঙ্গে অনুশীলন করেন। স্প্যানিশ কোচ জুয়ান এদিন ম্যাচ সিচ্যুয়েশনে মুভমেন্টের উপর জোর দেন। সেখানে আশিককে ওয়ার্কলোড নিতে দেখা গিয়েছে। তবে সোমবার গোকুলামের বিরুদ্ধে প্রথম একাদশে আশিকের থাকার সম্ভাবনা কম। তবে শুরু করতে পারেন কিয়ান নাসিরি।

প্রথম ম্যাচে মোহনবাগানের সামনে জোড়া প্রতিপক্ষ। প্রথমত, কেরলে খেলা। মোহনবাগানের সব ম্যাচই কোঝিকোড়ে। প্রতিপক্ষ গোকুলাম ঘরের মাঠের সমর্থন পাবে। ফলে গ্যালারির বিরুদ্ধেও লড়তে হবে মোহনবাগানকে। হুগো বৌমোসদের দ্বিতীয় প্রতিপক্ষ নিঃসন্দেহে কেরলের গরম। সোমবার মোহনবাগানের ম্যাচ শুরু বিকেল ৫টা থেকে। খেলোয়াড়দের ক্ষেত্রে যা প্রবল সমস্যার কারণ হতে পারে। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলতে হলেও চারটি গ্রুপের শীর্ষে থাকা দলই সেমিফাইনালে খেলবে। তাই প্রতিটি ম্যাচকেই নক আউট হিসেবে দেখছে সবুজ-মেরুন শিবির। জুয়ান বেশ সতর্ক প্রতিপক্ষ গোকুলামকে নিয়ে। তিনি বলেন,”ওদের বিদেশি ফুটবলাররা বেশ ভাল। ওরা ঘরের মাঠে খেলার সুবিধা পাবে। নিজেদের রণনীতি অনুযায়ী খেলতে হবে। এটা লিগ নয়, ভুল করলে শোধরানোর সুযোগ নেই।’’ সহকারী কোচ বাস্তব রায় বলেছেন,”একটা খারাপ দিন বাড়ি পাঠিয়ে দিতে পারে। তাই সতর্ক থাকতে হবে।”

আরও পড়ুন:আইপিএল-এ প্রথম জয় সানরাইজার্স হায়দরাবাদের, পাঞ্জাবকে হারাল ৮ উইকেটে

 

Related articles

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...
Exit mobile version