Monday, August 25, 2025

CPM জমানায় ২,২০০ শিক্ষক নিয়োগে দু.র্নীতি, হাইকোর্ট বাতিল করেছিল প্যানেল

Date:

সাম্প্রতিককালে, “চোরের মা” সিপিএমের ৩৪ বছরের শাসনকালে একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে। সেই তালিকায় নয়া সংযোজন শিক্ষক নিয়োগের মেধাতালিকায় কারচুপি! মেধাতালিকায় কারচুপি করে কীভাবে নিজেদের পছন্দের ২,২০০ জনকে স্কুলের চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল, এবার সেই তথ্য সামনে এসেছে।

আরও পড়ুন:পঞ্চায়েতের আগে কেন্দ্র বিরোধী লড়াইয়ে সুর চড়াচ্ছে তৃণমূল, জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেক

রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূলের ছাত্র সংগঠনের তরফে বাম জমানায় নিয়োগ দুর্নীতির বিষয়টি ফের তুলে ধরা হয়। ১৯৯৬ সালে অবিভক্ত মেদিনীপুর জেলার একটি নিয়োগের প্যানেল বাতিলের খবর সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ২০১২ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি হরিশ ট্যান্ডন এই ২,২০০ জন প্ৰাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সংবাদমাধ্যমেও তা প্রকাশিত হয়েছিল। এদিন সেই প্যানেল বাতিলের খবর প্রকাশ করে ফের বাম জমানার নিয়োগ দুর্নীতি নিয়ে তোপ দেগেছে তৃণমূল। তারা বলছে, বাম আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগেই সিলমোহর দিল এই ঘটনা। এই মামলার রায়েই প্রমাণ হয়ে গেল, বাম আমলে নিয়োগে বেনিয়ম হয়নি বলে সিপিএম যে দাবি করে, তা পুরোপুরি মিথ্যে।



তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী সেই সময় প্রকাশিত একটি খবর ট্যুইট করেছেন। জানা গিয়েছে, ১৯৯৩ ও ১৯৯৬ সালে অবিভক্ত মেদিনীপুর জেলায় ২,২০০ জন শিক্ষকের নিয়োগ বাতিল করে কলকাতা হাইকোর্ট। সেই সময় বিচারপতি দিলীপ বসু এবং পরবর্তীকালে বিচারপতি হরিশ ট্যান্ডন নিয়োগ বাতিল করে তাঁদের নির্দেশে বলেন, এই নিয়োগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং অযোগ্যদের নিয়োগ করা হয়েছে। আদালত রাজ্য সরকারকে আগের প্যানেল বাতিল করে নতুন করে তালিকা প্রকাশ করারও নির্দেশ দেয়।

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...
Exit mobile version