Saturday, November 29, 2025

দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করলেন বিজেপির পরিচিত নেত্রী! কে জানেন?

Date:

Share post:

সরকারি পরিষেবার সুবিধা নেওয়ার জন্য বিজেপি নেতা
দিলীপ ঘোষের আত্মীয়-পরিজনদের স্বাস্থ্যসাথী কার্ড নিতে দেখা গিয়েছে। এবার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করলেন বিজেপির এক পরিচিত নেত্রী। দলের মহিলা মোর্চার রাজ্য সহ-সভানেত্রী অন্তরা ভট্টাচার্য গতকাল, সোমবার দুয়ারে সরকার শিবির থেকে এই স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনপত্র জমা দেন। পশ্চিম মেদিনীপুরের পিংলার রঘুনাথচক প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবির চলছিল। বিজেপি নেত্রী সেই শিবিরে আবেদন জমা দেন। সেখানে নিজের নামের সঙ্গে স্বামী বিকাশ চক্রবর্তী ও কন্যা অস্মিতা চক্রবর্তীর নামও আছে।

আরও পড়ুন:২৪ এর নির্বাচনের আগে পেগাসাসের মতোই আড়িপাতার সফটওয়্যার কিনছে কেন্দ্র! দাবি কংগ্রেসের

এর আগে গোপীবল্লভপুরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের আত্মীয়ারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন। তারপর অন্তরাদেবীর কার্ডের আবেদন খুব তাৎপর্যপূর্ণ। এই ঘটনা প্রমাণ করে আসলে বিরোধিতা করার জন্য মুখে যে যাই বলুন না কেন, সকলেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রকল্পগুলির উপযোগিতা।

একটা সময়ে সিপিএম পরিচালিত পশ্চিম মেদিনীপুর জেলার সভাধিপতি ছিলেন অন্তরা ভট্টাচার্য। পরে তিনি বিজেপিতে যোগ দেন। গত বিধানসভা ভোটে বিজেপির প্রার্থীও হয়েছিলেন। একসময় বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভানেত্রী ছিলেন। বর্তমানে তিনি রাজ্যস্তরের নেত্রী।

বিজেপি নেতারা কথায় কথায় দুয়ারে সরকার ও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন। সেই বিজেপি দলের রাজ্য নেত্রীর দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করাকে শাসক দল নৈতিক জয় বলেই মনে করছে। তৃণমূলের ব্লক সভাপতি শেখ সবেরাতি বলেন, “ওরা মুখে মুখ্যমন্ত্রী ও তাঁর প্রকল্পগুলির সমালোচনা করেন। আবার তার সুযোগও নেন। এই ঘটনা তার বড় প্রমাণ।”

 

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...