Friday, December 19, 2025

দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করলেন বিজেপির পরিচিত নেত্রী! কে জানেন?

Date:

Share post:

সরকারি পরিষেবার সুবিধা নেওয়ার জন্য বিজেপি নেতা
দিলীপ ঘোষের আত্মীয়-পরিজনদের স্বাস্থ্যসাথী কার্ড নিতে দেখা গিয়েছে। এবার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করলেন বিজেপির এক পরিচিত নেত্রী। দলের মহিলা মোর্চার রাজ্য সহ-সভানেত্রী অন্তরা ভট্টাচার্য গতকাল, সোমবার দুয়ারে সরকার শিবির থেকে এই স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনপত্র জমা দেন। পশ্চিম মেদিনীপুরের পিংলার রঘুনাথচক প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবির চলছিল। বিজেপি নেত্রী সেই শিবিরে আবেদন জমা দেন। সেখানে নিজের নামের সঙ্গে স্বামী বিকাশ চক্রবর্তী ও কন্যা অস্মিতা চক্রবর্তীর নামও আছে।

আরও পড়ুন:২৪ এর নির্বাচনের আগে পেগাসাসের মতোই আড়িপাতার সফটওয়্যার কিনছে কেন্দ্র! দাবি কংগ্রেসের

এর আগে গোপীবল্লভপুরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের আত্মীয়ারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন। তারপর অন্তরাদেবীর কার্ডের আবেদন খুব তাৎপর্যপূর্ণ। এই ঘটনা প্রমাণ করে আসলে বিরোধিতা করার জন্য মুখে যে যাই বলুন না কেন, সকলেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রকল্পগুলির উপযোগিতা।

একটা সময়ে সিপিএম পরিচালিত পশ্চিম মেদিনীপুর জেলার সভাধিপতি ছিলেন অন্তরা ভট্টাচার্য। পরে তিনি বিজেপিতে যোগ দেন। গত বিধানসভা ভোটে বিজেপির প্রার্থীও হয়েছিলেন। একসময় বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভানেত্রী ছিলেন। বর্তমানে তিনি রাজ্যস্তরের নেত্রী।

বিজেপি নেতারা কথায় কথায় দুয়ারে সরকার ও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন। সেই বিজেপি দলের রাজ্য নেত্রীর দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করাকে শাসক দল নৈতিক জয় বলেই মনে করছে। তৃণমূলের ব্লক সভাপতি শেখ সবেরাতি বলেন, “ওরা মুখে মুখ্যমন্ত্রী ও তাঁর প্রকল্পগুলির সমালোচনা করেন। আবার তার সুযোগও নেন। এই ঘটনা তার বড় প্রমাণ।”

 

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...