Sunday, January 11, 2026

দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করলেন বিজেপির পরিচিত নেত্রী! কে জানেন?

Date:

Share post:

সরকারি পরিষেবার সুবিধা নেওয়ার জন্য বিজেপি নেতা
দিলীপ ঘোষের আত্মীয়-পরিজনদের স্বাস্থ্যসাথী কার্ড নিতে দেখা গিয়েছে। এবার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করলেন বিজেপির এক পরিচিত নেত্রী। দলের মহিলা মোর্চার রাজ্য সহ-সভানেত্রী অন্তরা ভট্টাচার্য গতকাল, সোমবার দুয়ারে সরকার শিবির থেকে এই স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনপত্র জমা দেন। পশ্চিম মেদিনীপুরের পিংলার রঘুনাথচক প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবির চলছিল। বিজেপি নেত্রী সেই শিবিরে আবেদন জমা দেন। সেখানে নিজের নামের সঙ্গে স্বামী বিকাশ চক্রবর্তী ও কন্যা অস্মিতা চক্রবর্তীর নামও আছে।

আরও পড়ুন:২৪ এর নির্বাচনের আগে পেগাসাসের মতোই আড়িপাতার সফটওয়্যার কিনছে কেন্দ্র! দাবি কংগ্রেসের

এর আগে গোপীবল্লভপুরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের আত্মীয়ারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন। তারপর অন্তরাদেবীর কার্ডের আবেদন খুব তাৎপর্যপূর্ণ। এই ঘটনা প্রমাণ করে আসলে বিরোধিতা করার জন্য মুখে যে যাই বলুন না কেন, সকলেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রকল্পগুলির উপযোগিতা।

একটা সময়ে সিপিএম পরিচালিত পশ্চিম মেদিনীপুর জেলার সভাধিপতি ছিলেন অন্তরা ভট্টাচার্য। পরে তিনি বিজেপিতে যোগ দেন। গত বিধানসভা ভোটে বিজেপির প্রার্থীও হয়েছিলেন। একসময় বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভানেত্রী ছিলেন। বর্তমানে তিনি রাজ্যস্তরের নেত্রী।

বিজেপি নেতারা কথায় কথায় দুয়ারে সরকার ও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন। সেই বিজেপি দলের রাজ্য নেত্রীর দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করাকে শাসক দল নৈতিক জয় বলেই মনে করছে। তৃণমূলের ব্লক সভাপতি শেখ সবেরাতি বলেন, “ওরা মুখে মুখ্যমন্ত্রী ও তাঁর প্রকল্পগুলির সমালোচনা করেন। আবার তার সুযোগও নেন। এই ঘটনা তার বড় প্রমাণ।”

 

 

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...