Wednesday, May 14, 2025

বিরোধীরা বললেই পঞ্চায়েতে প্রার্থী খুঁজে দেবে তৃণমূল! ঘোষণা জেলা সভাপতির

Date:

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সহ বিরোধী দলগুলি যদি প্রার্থী দিতে না পারে বা প্রার্থী খুঁজে না পায়, সেক্ষেত্রে সেই কাজে তাদের সহযোগিতা করবে শাসক দল তৃণমূল। এবার সরাসরি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা।

সুজয়বাবু বলেন, “বাংলা জুড়ে ৭২ হাজারেরও বেশি বুথ রয়েছে। বিরোধীরা মুখে সন্ত্রাসের কথা বললেও আসলে বাস্তব হল তারা প্রার্থী খুঁজে পায় না। এবার ভোটে যদি কোথাও বিরোধীরা অভিযোগ করে যে তারা প্রার্থী দিতে পারছে না বা তাদের প্রার্থী নেই, এবং আমাদের যদি সাহায্য চায়, তাহলে বিরোধীদের প্রার্থীও আমরাই খুঁজে দেবো।”

বিরোধীদের বার্তা দেওয়ার পাশাপাশি নিজের দলের নেতাদের উদ্দেশ্যে সুজয় হাজরা বলেন, “প্রার্থী করে দেবেন এই কথা কাউকে বলবেন না। এবারে দল থেকে একেবারে প্রিন্টিং আকারে সিম্বল পেপার আসবে। যেখানে দিদির নির্ধারিত প্রার্থীর নামে পেপার আমাদের কাছে আসবে। অর্থাৎ, আগে যেটা করা হত সিম্বল পেপার পাঠিয়ে দেওয়া হতো। জেলায় সেটা ঠিক হতো। এবার পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সমস্ত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে আমাদেরকে জানাবেন।”

প্রসঙ্গত, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন যে পঞ্চায়েত নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সবাইকে নিয়ে করতে হবে। বিরোধী দলের যদি প্রার্থী নাও থাকে, প্রয়োজনে যাতে প্রার্থী দিতে পারে আমাদেরকে তার ব্যবস্থা করে দিতে হবে। নির্বাচনের ক্ষেত্রে কেউ তাঁর মতামত জানাতে পারে। কিন্তু সিদ্ধান্ত সর্বোচ্চ নেতৃত্ব থেকেই হবে।

আরও পড়ুন:বাঁশদ্রোণীতে কাঠের গুদামে আ*গুন! ঘটনাস্থলে দমকল

 

 

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version